অফবিটভাইরাল ভিডিও

অবিশ্বাস্য! ১০১ বছরে মা হয়ে বিশ্বকে চমকে দিয়েছেন এই বৃদ্ধা, দেখুন ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

বিশেষত সোশ্যাল মিডিয়ায় এখন নানা প্রতিভা ভাইরাল হচ্ছে‌। কিন্তু প্রতিভা ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ঘটনার সাক্ষী থেকেছে সোশ্যাল মিডিয়া। কখনো এমন কিছু ঘটনা বা খবর সামনে আসে যা দেখলে রীতিমতো হতচকিত হয়ে যেতে হয়। মনে হয় এও সম্ভব। আসলে পৃথিবীতে অসম্ভব বলে বোধহয় কিছু নেই। বর্তমানে ইন্টারনেটের দৌলতে আমরা পৃথিবীর নানান প্রান্তের খবর জানতে পারি এককথায় পৃথিবী এখন হাতের মুঠোয়। বেশ কিছু দিন আগের এরকম এক ঘটনা আমাদের অবাক করবে।

মা হওয়া কি মুখের কথা? না সত্যিই মুখের কথা নয় 10 মাস 10 দিন গর্ভে ধরে তাকে পৃথিবীর আলো দেখানো সবচেয়ে কঠিন কাজ। আর বেশি বয়সে মা হতে গেলে অনেক সাবধনতা অবলম্বন করতে হয়, আশঙ্কা থাকে শারিরীক সমস্যা ও ঝুঁকি থাকে। কিন্তু এবার 101 বছর বয়সে মা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই বৃদ্ধা।

এতদিন সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার কৃতিত্ব ছিল দক্ষিণ আফ্রিকাবাসী মালেগওয়ালে। 92 বছর বয়সে মা হন তিনি। এই ঘটনাটি 1931 সালের এরপর নয় দশক পেরিয়ে রেকর্ড ভেঙে 101 বছরে মা হয়েছেন ইতালির এক মহিলা। আনাতোলিয়া ভার্তাদেলারম নামের এই বৃদ্ধা জন্ম দিয়েছেন 17 তম বাচ্চার। ইন্টারনেটের সাহায্যে স্পার্ম ডোনার খুজে তার মাধ্যমে মা হন তিনি।

তার স্বামী মারা গেছে বেশ কিছুদিন আগে তারপরেই হঠাৎ তার ইচ্ছে হয় মা হওয়ার। ডিম্বাণু প্রতিস্থাপনের মাধ্যমে অবশেষে মা হন তিনি। ইউরোপের দেশগুলোতে ডিম্বাণু প্রতিস্থাপন অপরাধ তারপরেও তিনি কোনো বাধা না মেনেই তুরস্কের একটি নাসিংসহোমে জন্ম দেন তার সন্তানের। এ ঘটনা ঘিরে সমালোচনা শুরু হলেও তাতে আমল দেননি তিনি।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles