একেই বলে ‘কুদরত কা কারিশ্মা’, পাকিস্তানে খোঁজ মিলল ডুপ্লিকেট করিশ্মার, তুমুল ভাইরাল ভিডিও

ঠিক যেন হুবহু বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর। পাকিস্তানের তরুণী হিনাকে দেখে এমনটাই বলছেন নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাক তরুণী ভিডিও ভাইরাল হয়েছে যাকে দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন সকলে। একেবারে করিশ্মা কাপুরের ডুপ্লিকেট।
হঠাৎ দেখলেন এই তরুণের সাথে করিশ্মা কে আলাদা করে চেনা যাবে না। পাক তরুণী হিনা এখন চর্চায়। সম্প্রতি হিনার ইনস্টাগ্রাম ফলোয়ার এর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬ হাজার। দিন প্রতিদিন বেড়ে চলছে সেই সংখ্যা।
হিনা নিজেও করিশ্মার মস্ত বড় ফ্যান। করিশ্মার সিনমারা বিভিন্ন ডায়লগ এবং গানে ভিডিও তৈরি করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন হিনা।
মূলত টিকটক থেকেই এই তরুণী উঠে এসেছেন লাইম লাইটে। বর্তমানে লাফিয়ে বাড়ছে তাঁর ফলোয়ার সংখ্যা। ইনস্টাগ্রামের পাশাপাশি টিকটক ও ইউটিউবেও বেশ জনপ্রিয় এই হিনা। অনেকেই পাক তরুণী কে দেখে বলছেন একেই বলে ‘কুদরতের কারিশমা’।