টেক নিউজনিউজ

২০২১ থেকে এই ৯ স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ! দেখে নিন তালিকা

Advertisement
Advertisement

হোয়াটসঅ্যাপ ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরো জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। বর্তমান সময়ে Whatsapp এর প্রভাব ও বিস্তার উপেক্ষা করার মত নয়, হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এসবের মাধ্যমে লক্ষ্য কোটি মানুষের মেলবন্ধন হচ্ছে। কথা বলা ছাড়াও নানান কাজে প্রয়োজনীয় হয়ে উঠছে।

দেশের প্রচুর মানুষ এখন ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ, কিন্তু সেই Whatsapp কি কোনো নিষেধাজ্ঞা এলো!! এরপর থেকে আপনার ফোন কি উপযুক্ত whatsapp ব্যবহারের জন্য!! সম্প্রতি খবর যে এবার থেকে বেশ কিছু স্মার্টফোনে এই apps আর ব্যবহার করা যাবে না।

প্রতি বছর application গুলি তাদের ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসে। যার ফলে কিছু ডিভাইসে নতুন সংস্করণে মোড়া app গুলি বেমানান হয়ে যায় ও তাদের মধ্যে কাজ করা বন্ধ করে দেয়। সেরকম আইওএস ও android এ বেশ কিছু স্মার্টফোনে Whatsapp বন্ধ করে দেওয়া হচ্ছে। জেনে নিন কোন স্মার্টফোন ব্যবহারকারীরা আর ব্যবহার করতে পারবেন না। আপনার ফোন এই তালিকায় নেইতো দেখে নিন।

এক নজরে দেখে নিন সেই ফোন গুলির নাম-
1) Samsung Galaxy S2
2) Motorola Droid Razr
3) Iphone 4s
4) Iphone 5
5) LG optimus Black
6) HTC Desire
7) Iphone4s
8) Iphone 5c
9) Iphone 5s

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles