Advertisements

এক চার্জেই ছুটবে কলকাতা টু শিলিগুড়ি, Volvo লঞ্চ করল পাওয়ারফুল ইলেকট্রিক গাড়ি, দাম কত?

Advertisements

যারা বর্তমানে বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করেছেন তাদের জন্য সুখবর! কারণ, সম্প্রতি সুইডেনের অটোমোবাইল সংস্থা ‘Volvo’ নতুন একটি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে। যেটি ভারতীয় বাজারে খুব শীঘ্রই লঞ্চ হবে। এই গাড়িটির নাম রাখা হয়েছে ‘Volvo C40 Recharge’। যেখানে একদিকে যেমন আকর্ষণীয় ডিজাইন যোগ করা হয়েছে, তেমনি গাড়িটির পারফরম্যান্স চোখে পড়ার মতো।

অন্যদিকে শিক্ষক দিবসের দিন গাড়িটির বুকিংও শুরু হয়ে গিয়েছে। তাই যারা গাড়িটি কিনতে চাইছেন তারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গাড়িটি বুক করতে পারবেন। কিছুদিনের মধ্যেই সেটিএ ডেলিভারি শুরু হয়ে যাবে। গাড়িটির দাম শুরু হচ্ছে ৬১.২৫ লক্ষ টাকা থেকে। এই গাড়িটি দেখতে অনেকটা এসইউভি গাড়ির মতোই। তবে তাতে খানিকটা পরিবর্তন আনা হয়েছে।

যেমন পেছনের দিকে কিছুটা কূপ স্টাইল ফিনিশ দেওয়া হয়েছে। এছাড়া টেইলগেট এবং টেইলল্যাম্প নতুনভাবে ডিজাইন করা হয়েছে। সংস্থার তরফ থেকে এই গাড়িতে ডুয়াল টোন ১৯ ইঞ্চি অ্যালয় হুইল দেওয়া হয়েছে। যা গাড়িটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। তবে তাতে আগের মতো কিছু ডিজাইনও রয়েছে। যেমন- সামনের বাম্পার, দরজা, হুড ইত্যাদি।

উল্লেখযোগ্য, সময়ের সাথে সাথে ইলেকট্রিক যানবাহনের রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। এর পেছনে একদিকে যেমন রয়েছে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে পরিবেশ সচেতনতা। আসলে জ্বালানীচালিত গাড়িগুলি থেকে যেহেতু কার্বন এমিশন অনেকটাই বেশি হয়, তাই সেগুলি পরিবেশকে অনেক বেশি দূষিত করে। সেই সমস্যা দূর করতেই বর্তমানে ইলেকট্রিক যানবাহন বেছে নেওয়া হচ্ছে।

Related Articles