তীব্র ভুমিকম্পে কেঁপে উঠলো বাংলা, রেহাই পেল না কলকাতা

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। বুধবার সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ কেপে ওঠে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা সহ বিভিন্ন জেলা। কম্পন অনুভব হয় অসমে। এদিন দুটি কম্পন অনুভূত হয়। দ্বিতীয় কম্পনের তীব্রতা প্রথম কম্পনের থেকে বেশি ছিল বলে জানা গেছে।
কম্পনের উৎসস্থল ছিল অসমের সোনিতপুর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। জানা গিয়েছে, ভূপৃষ্ঠের ২১.৪ কিলোমিটার নিচে এই কম্পন ঘটে। গুয়াহাটি থেকে ১১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে ভূমিকম্পের তীব্রতা সবথেকে বেশি ছিল বলে জানা গেছে। কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা অসমের বেশ কয়েকটি বাড়িতে কম্পনের জেরে দেখা দিয়েছে ফাটল। তবে বড়ো কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। আফটার শক হওয়ার প্রবণতা রয়েছে।
এদিন কম্পন অনুভূত হলে আতঙ্কিত হয়ে বহুতল থেকে হুরমুড়িয়ে নেমে আসেন বাসিন্দারা, উলুধ্বনি শঙ্খধ্বনি বাজাতে থাকেন ঘরের গৃহবধূরা। উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতার বহুতল আবাসিক এদিন এই কম্পনের হালকা আভাস অনুভব করেন। রাজারহাট নিউটাউনে বহুতলে বাসিন্দারা ভূমিকম্পের হালকা কম্পন অনুভব করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, “অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের সঙ্গে কথা হয়েছে, সমস্ত রকমের সহায়তা নিয়ে কেন্দ্র অসমের পাশে আছে। অসমের নাগরিকদের সুরক্ষা কামনা করি”।