টেক নিউজনিউজ

Maruti Suzuki Brezza: Maruti Brezza কিনবেন ভাবছেন? কেনার আগে গাড়িটিতে কী কী ফিচার মিলবে জেনে নিন

ভারতের বাজারে বিক্রি বাড়ছে Brezza-র, খুবই সস্তায় মিলবে Maruti Brezza

Advertisement
Advertisement

ভারতের বাজারে এখন মারুতি সুজুকি ব্রেজা (Maruti Suzuki Brezza) দুর্দান্ত গতিতে বিক্রি হচ্ছে। ২০২২ সালের আগে পর্যন্ত SUV গাড়ি কেনার কথা ভাবলে, মানুষ Tata Nexon কেই বেছে নিত। একসময় টাটার এই গাড়িটি ভারতের বাজারে খুব বিক্রি হয়েছে। তবে ২০২২ সালে মারুতি সুজুকি ব্রেজা-র ফেসলিফট মডেল লঞ্চের পর থেকে Nexon এর বিক্রি একদিকে কমেছে, অন্যদিকে বেড়েছে ব্রেজা-র বিক্রি।

চলতি বছরের আগস্ট মাসে ব্রেজা ১৪,৫৭২ ইউনিট গাড়ি বিক্রি করেছে। যেখানে Nexon এর বিক্রি হয়েছে মাত্র ৮,০৪৯ ইউনিট। মারুতি এই গাড়িটি সেরা ৫০ এর তালিকাতেও জায়গা করে নিয়েছে। বলতে গেলে দিন দিন বাড়ছে ব্রেজা (Maruti Suzuki Brezza)-এর জনপ্রিয়তা। তাই অনেকে একে রেঞ্জ রোভারের সঙ্গেও তুলনা করেছেন। গাড়িটির এক্স-শোরুম দাম ৮.২৯ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৩.৯৮ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু কী রয়েছে এই গাড়িতে? চলুন জেনে নেওয়া যাক।

দুর্দান্ত ডিজাইন: মারুতি সুজুকি ২০১৬ সালে প্রথম লঞ্চ করেছিল কমপ্যাক্ট SUV সেগমেন্টে ব্রেজা (Maruti Suzuki Brezza)। তবে প্রথম দিকে সেভাবে বাজার দখল করতে পারেনি। কিন্তু ২০২২ সালে মারুতি সুজুকি আবার এই গাড়িটির নতুন মডেল বাজারে নিয়ে আসে। যা দুর্দান্ত ডিজাইন ও ফিচারের কারণে ধীরে ধীরে ভারতের বাজার দখল করেছে।

শক্তিশালী ইঞ্জিন ও মাইলেজ: ব্রেজা-তে রয়েছে ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন, যা ১৩৭Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সঙ্গে রয়েছে ৫ স্পীড গিয়ার বক্স। এই গাড়িটি দুর্দান্ত মাইলেজও দিয়ে থাকে। যেখানে প্রতি লিটারে গাড়িটি ১৯ কিমি যেতে সক্ষম। অন্যদিকে সিএনজি তে চললে প্রতি কেজিতে ২৫ কিমি যেতে পারবে।

দুর্দান্ত ফিচার ও দাম: এই গাড়িতে (Maruti Suzuki Brezza) রয়েছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে-সহ ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৪ স্পিকার সাউন্ড সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস ফোন চার্জারের মতো ফিচার।

Related Articles