টেক নিউজনিউজ

চুরি যাওয়ার ভয় থেকে বাঁচাবে অভিনব প্রযুক্তি, জলরোধী ব্যাটারির সঙ্গে এন্ট্রি নিল এই দুটি ই-স্কুটার

Advertisement
Advertisement

জ্বালানি চালিত গাড়ি ছেড়ে এখন অনেকেই ঝুঁকছেন ইলেকট্রিক স্কুটারের দিকে। যেভাবে প্রতিনিয়ত পেট্রোলের মূল্যবৃদ্ধির হয়ে চলেছে তাতে অনেকের কাছেই সাশ্রয়ী হয়ে উঠছে ইলেকট্রিক স্কুটার গুলি। আর এই কারণেই বহু স্টার্ট আপ কোম্পানি নিজেদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে।

ইতিমধ্যে রেঞ্জ ও ভালো ফিচার যুক্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে বহু সংস্থা। তবে এবার সকলের নজর কাড়লো দেশীয় সংস্থা সীমা ই-ভেহিকেলস এন্ড সোলার। সম্প্রতি এই সংস্থা তাদের একজোড়া উচ্চগতির ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে যে মডেল দুটি হল- Eagle+ ও TUFF+. এই দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে এক পয়েন্ট 1.17 লক্ষ এবং 1.39 লক্ষ টাকা।

ফিচার- TUFF+ আসলে হোম ডেলিভারি বা মালপত্র বহনের জন্য উপযুক্ত। কোম্পানির দাবি এই ইলেকট্রিক স্কুটার সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার। অপরদিকে ব্যক্তিগত ব্যবহারের জন্য উপযুক্ত Eagle+ এর গতিবেগ প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে উভয় মডেলে ব্লুটুথ স্পিকার, অ্যান্টি থেপ্ট অ্যালার্ম, ইউএসবি চার্জিং পোর্ট ও সেন্ট্রাল লকিং সিস্টেম পাওয়া যাবে। কোম্পানি দেওয়া তথ্য অনুযায়ী স্কুটারদুটিতে IP67 রেটেড ওয়াটারপ্রুফ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৬০ কিলোমিটার রেঞ্জ দেবে। এছাড়াও সংস্থার তরফ থেকে একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখান থেকে জানা গেছে এই বিশ্ব ইলেকট্রিক ভেহিকেল দিবসে তারা নতুন দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ এর প্রতিশ্রুতি পূরণ করেছে।

কোম্পানির আশায় এগুলি ক্রেতাদের উচ্চগতি এবং আকর্ষণীয় ডিজাইনের চাহিদা মেটাবে এবং পরিবেশ বান্ধব পরিবহনে নতুন মাত্রা যোগ করবে। উল্লেখ্য সংস্কার ডিলারশিপ থেকে ক্রেতারা এই স্কুটার দুটি কিনতে পারবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় এতে কেন্দ্রের ফ্রেম টু প্রকল্পের সুবিধা মিলবে এছাড়াও রাজ্য সরকারের ভর্তুকি পাওয়া যাবে।

Related Articles