দেশনিউজ

নতুন বছরের শুরুতেই বদলাতে চলেছে এই ১০টি নিয়ম, সরাসরি প্রভাবিত হবে দেশের কোটি কোটি মানুষ

Advertisement
Advertisement

নতুন বছরের শুরু থেকে আসতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ নিয়মের ক্ষেত্রে বদল যার প্রভাব পড়তে চলেছে দেশের বৃহৎ জনসংখ্যার উপরে৷ চেক পেমেন্ট থেকে ফোন করা , ফাস্ট ট্যাগ, UPI পেমেন্ট এবং GST রিটার্নের নিয়মের ক্ষেত্রে আসতে বড়সড় বদল। তাই ১ তারিখের আগেই জেনে নেওয়া যাক নতুন নিয়মগুলির ব্যাপারে, নইলে পড়তে হতে পারে বড় সমস্যায়৷

১. চেক পেমেন্ট সিস্টেম – ২০২১ এর পয়লা জানুয়ারির পর থেকে চেক পেমেন্টের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম লাগু হতে চলেছে৷ ৫০,০০০ টাকা বা তার বেশি অ্যামাউন্ট চেকে পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু তথ্য দু’বার করে নিশ্চিত করতে হবে গ্রাহকদের৷ তবে এটা সম্পূর্ণভাবেই অ্যাকাউন্ট হোল্ডারের ব্যক্তিগত সিদ্ধান্ত থাকবে যে তিনি এই সুবিধাটি চান কিনা। গ্রাহকের এই সমস্ত তথ্য গুলি এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দ্বিতীয়বার যাচাই করা হবে৷

২. কনট্যাক্টলেস কার্ড ট্রানজাকশন – আরবিআইয়ের পক্ষ থেকে কার্ডে কনট্যাক্টলেস পেমেন্টের সীমা ২০০০ থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে৷ নতুন নিয়ম অনুযায়ী, ২০২১ সালের ১ লা জানুয়ারী থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডে ৫০০০ টাকার কম পেমেন্টের জন্য পিন দিতে হবে না৷

৩. দাম বাড়বে গাড়ির – কিছু অটোমোবাইল সংস্থা ২০২১ এর জানুয়ারি থেকে বেশ কিছু গাড়ির মডেলের দাম বৃদ্ধি করতে চলেছে, যেমন, মারুতি, মহিন্দ্রা। তারপর রেনোঁ ও এমজিও গাড়ির মডেলের মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেছে।

৪. ফাস্টট্যাগ লাগানো বাধ্যতামূলক – ১ জানুয়ারি ২০২১ থেকে সমস্ত গাড়িতে ফাস্টট্যাগ লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। ফাস্টট্যাগ ছাড়া গাড়ি চালাতে গেলে ন্যাশনাল হাইওয়েতে টোল ট্যাক্সে দ্বিগুণ চার্জ দিতে হবে। বর্তমানে সমস্ত টোল প্লাজার ক্ষেত্রে ৮০ শতাংশ লাইন ফাস্টট্যাগ এবং ২০ শতাংশ লাইন ক্যাশের জন্য ব্যবহার করা হচ্ছে৷

৫. ল্যান্ডলাইন থেকে মোবাইলে কল করার জন্য দিতে হবে জিরো – ল্যান্ডলাইন থেকে কোনও মোবাইল নম্বরে কল করার জন্য নাম্বারের আগে ০ যোগ করতে হবে৷ ০ যোগ না করলে ফোন করা সম্ভব হবে না৷ ২০২১ সালের ১ লা জানুয়ারি থেকে এই নিয়ম চালু হচ্ছে।

৬. মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের নিয়মে বদল – SEBI-র তরফ থেকে মাল্টিক্যাপ মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে অ্যাসেট অ্যালোকেশনের নিয়মে বদল আনা হয়েছে৷ নতুন নিয়মে ফান্ডের অন্তত ৭৫ শতাংশ ইক্যুইটিতে ইনভেস্ট করতে হবে যা এখন ন্যূনতম ৬৫ শতাংশ রয়েছে।

৭. UPI পেমেন্টে বদল – UPI-এর মাধ্যমে পেমেন্টে বাড়তি চার্জ প্রয়োজন হবে পরবর্তী বছর থেকে৷ থার্ড পার্টির মাধ্যমে চালিত যেকোনো অ্যাপের জন্য বাড়তি চার্জ দিতে হবে৷

৮. GST রিটার্নে নিয়ম বদল – নতুন নিয়ম অনুযায়ী, ব্যবয়াসীদের টার্নওভার ৫ কোটি টাকার কম হলে তাদের প্রতি মাসে রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন নেই৷ নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে তাদের কেবল ৮টি রিটার্ন ফাইল করলেই চলবে৷

৯. লঞ্চ হবে সরল জীবন বিমা পলিসি – উপভোক্তারা কম প্রিমিয়ামে জীবন বিমা কিনতে পারবেন৷ IRDAI এর তরফ থেকে ২০২১ সালের ১ লা জানুয়ারি পর থেকে সমস্ত সংস্থাকে সরল জীবন বিমার ব্যবস্থা চালু করতে বলা হয়েছে৷

১০. বেশ কিছু ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ হয়ে যাবে – বেশ কিছু অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে ২০২১ সালের ১লা জানুয়ারী থেকে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ হয়ে যাবে৷

Related Articles