Royal Enfield Bullet 350 নাকি Jawa 42 Bobber, এই দুই বাইকের মধ্যে কে বেশি পাওয়ারফুল? জানুন

সময়ের সাথে সাথে বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা ক্রমাগত বেড়েই চলেছে। কে কত ভালো ফিচারযুক্ত বাইক লঞ্চ করতে পারে সেই নিয়ে লেগে রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। এই যেমন কয়েকদিনের ব্যবধানে লঞ্চ হয়েছে ‘Royal Enfield Bullet 350’ এবং ‘Jawa 42 Bobber Black Mirror Edition’। কোন বাইকটি কেনা আপনাদের জন্য লাভজনক হবে সেই সম্পর্কেই আমরা আলোচনা করবো আজকের এই প্রতিবেদনে।
Royal Enfield Bullet 350- এতে রয়েছে ৩৪৯ সিসি ‘J’ সিরিজের সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বাধিক ২০.২ হর্সপাওয়ার শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটি নিয়ন্ত্রণ করবে ৫ স্পীড গিয়ারবক্স। এছাড়াও সুরক্ষার জন্য দুই চাকাতেই ডুয়াল চ্যানেল এবিএস’যুক্ত ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। অন্যান্য ফিচার দেখতে গেলে পাবেন সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি পোর্ট ইত্যাদি।
দাম: এই বাইকটির দাম ১.৭৩ লক্ষ টাকা থেকে ২.১৫ লক্ষ টাকা। যেটির মূলত তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যেগুলি হলো স্ট্যান্ডার্ড, ব্ল্যাক গোল্ড এবং মিলিটারি।
Jawa 42 Bobber- এতে রয়েছে ৩৩৪ সিসি লিক্যুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বাধিক ২৯.৪৯ হর্সপাওয়ার শক্তি এবং ৩২.৭ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। বাইকটি নিয়ন্ত্রণ করবে ৫ স্পীড গিয়ারবক্স। সুরক্ষার জন্য দুই চাকাতেই ডুয়াল চ্যানেল এবিএসযুক্ত ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।
দাম: এই বাইকটির দাম ২.২৫ লক্ষ টাকা। সেক্ষেত্রে দেখতে গেলে ‘Royal Enfield Bullet 350’এর থেকে বাইকটির দাম ৫২,০০০ টাকা বেশি।