খেলাদেশ

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে অনন্য নজির গড়ল তরুণ পেসার নটরাজন, তৈরী হল নতুন ইতিহাস

Advertisement
Advertisement

নতুন নজির গড়লেন তরুণ ভারতীয় পেসার। ভারতীয় ক্রিকেট টিমের সদস্য নটরাজন প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখালেন ইতিহাসের পাতায়। ব্রিসবেনে টেস্ট ক্যাপ হাতে পাওয়া মাত্র নটরাজন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকালীন জায়গা করে নিলেন। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, যাঁর টি-২০, ওয়ান ডে ও টেস্ট তিনটি আন্তর্জাতিক অভিষেক হল একই সফরে।

বরুণ চক্রবর্তী কাঁধের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে টি-২০ স্কোয়াড থেকে ছিটকে গেলে সুযোগ আসে নটরাজনের কাছে। এই সফর শুরুর আগে আইপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্সের কারণে নেট বোলার হিসেবে জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ পেয়েছিলেন টি নটরাজন।

নটরাজনের চমকপ্রদ অভিষেক হয় ওয়ান ডে ও টি-২০ সিরিজে। বিশেষ করে এই ইয়র্কার বিশেষজ্ঞ নজরকাড়া বোলিং করেন টি-২০ সিরিজে। টিম ম্যানেজমেন্ট নটরাজনকে অস্ট্রেলিয়ায় রেখে দেয় টেস্ট স্কোয়াডের সঙ্গে সীমিত ওভারের সিরিজ শেষ হয়ে গেলেও। নেট বোলার হিসেবে স্কোয়াডে থাকলেও নির্বাচকরা টেস্ট স্কোয়াডেও জায়গা করে দেন নটরাজনকে তৃতীয় টেস্টের আগে টিম ম্যানেজমেন্টের অনুরোধক্রমে।

নভদীপ সাইনি অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজ শুরুর আগে পিঠে ব্যথা অনুভব করায় জাতীয় নির্বাচকরা ভারতের ওয়ান ডে স্কোয়াডেও ঢুকিয়ে দেন নটরাজনকে। এবার গাব্বায় টেস্টে একই সঙ্গে বুমরাহ, অশ্বিন ও জাদেজা চোট পেয়ে দল থেকে ছিটকে যাওয়ায় অভিষেক হয় এই তরুণ পেসারের।

Related Articles