খেলানিউজ

Mohammed Shami: ভারতীয় বোলারদের সেরা মহম্মদ সামি, রেকর্ড ভেঙে রেকর্ড গড়লেন

শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে নতুন নজির সামির

Advertisement
Advertisement

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে পর পর সাতটা ম্যাচ জিতে প্রথম দল হিসেবে শ্রেণী ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘটলো লঙ্কাকান্ড। শ্রীলঙ্কাকে নাকানি চোবানি খাওয়ালো ভারত। মাত্র ৫০ রানেই অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। আর এর ক্রেডিট যায় বুমরা, সিরাজ ও সামির (Mohammad Shami) উপর।

এদিনের ম্যাচে মোহাম্মদ সামি (Mohammed Shami) একাই ৫ উইকেট নিলেন। বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের ম্যাচে ভারত ৩০২ রানের ব্যবধানে জয়ী হয়েছে। এবারের বিশ্বকাপে দুইবার, মোট তিন বার ম্যাচে তিনি পাঁচ উইকেট নিয়েছেন। আর তিনিই প্রথম ভারতীয় বোলার হিসাবে রেকর্ড করলেন, যিনি একাধিল ম্যাচে পাঁচ বার উইকেট নিয়েছেন। এছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন সামি।

এতোদিন ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল জাভাগল শ্রীনাথ এবং জাহির খানের খাতায়। জাহির খান ২৩টি ম্যাচ খেলে ৪৪টি উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন। এই রেকর্ডের তালিকায় ছিলেন জাভাগল শ্রীনাথের নামও। যিনি ৩৪টি ম্যাচে ৪৪ উইকেট নিয়েছিলেন। এবার সামি (Mohammed Shami) এই দুজনের রেকর্ড ভেঙে দিলেন। মাত্র ১৪টি ম্যাচ খেলে ৪৫টি উইকেট নিয়ে নজির গড়লেন। গতকালের বিশ্বকাপ খেলার আগে এই সংখ্যা ছিল ৪০। এখনো বিশ্বকাপে দুটি লিগ খেলবে ভারত। দেখা যাক সামি সেখানে সংখ্যাটা আরো বাড়াতে পারে কিনা।

মোহাম্মদ সামি আরো এক রেকর্ড গড়লেন। তিনি বিশ্বকাপ খেলার একটি ম্যাচে পাঁচটি উইকেট নেওয়ার রেকর্ড করেন। আগে এই রেকর্ড ছিল অফস্পিনার হরভজন সিং-এর খাতায়। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন সামি (Mohammed Shami)। হরভজন সিং ওডিআই-এ ৩ বার পাঁচ উইকেট নিয়েছেন। আর সামি ৪ বার পাঁচ উইকেট নিয়ে নতুন রেকর্ড করলেন। এই বিশ্বকাপে সামির দখলে রয়েছে ১৪ উইকেট। এছাড়া মুম্বইতে ম্যাচের সেরার পুরস্কারও সামির ঝুলিতে

Related Articles