টেক নিউজনিউজ

১০৭ কিমির ঝাক্কাস মাইলেজ! অসম্ভবকে সম্ভব করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে এই গাড়ি

Advertisement
Advertisement

১০৭ কিলোমিটার মাইলেজ তাও আবার চারচাকা গাড়িতে! অসম্ভব বিষয় তাই তো? না না অসম্ভব নয়। কারণ, আজ আমরা এমন একটি গাড়ির কথা আপনাদের বলবো, যেখানে আপনি এরকম মাইলেজই পাবেন। আমরা সাধারণত দেখে থাকি চারচাকা গাড়িতে ২০-৩০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। তবে যে গাড়ির কথা আজ বলতে চলেছি সেখানে আপনি ১০৭ কিলোমিটার মাইলেজ পাবেন।

এই গাড়িটির নাম হলো ‘Toyota RAV4’। যেটি মূলত একটি SUV গাড়ি। সম্প্রতি এক ইউটিউবার এই গাড়িটিকে সামনে এনেছেন। যা ইন্দোনেশিয়ার অটো শো-তে সংস্থার তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছিল। এতে রয়েছে ২.৫ লিটারের চার সিলিন্ডার পেট্রোল হাইব্রীড ইঞ্জিন। যা সর্বাধিক ৩০৬ এইচপি শক্তি এবং ২২৭ এনএম টক তৈরি করতে পারে। গাড়িটি নিয়ন্ত্রণের জন্য রয়েছে সিভিটি অটোমেটিক গিয়ারবক্স।

যেখানে আপনি মাইলেজ পাবেন ১০৭ কিলোমিটার প্রতি লিটার। সুরক্ষার জন্য এতে রয়েছে চারটি এয়ার ব্যাগ, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, সিট বেল্ট ওয়ার্নিং, ট্র‍্যাকশন কন্ট্রোল। অন্যান্য আধুনিক ফিচার দেখতে গেলে এতে রয়েছে বড়ো আকারের টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ওয়ারলেস অ্যাপেল কার প্লে, টাইপ সি চার্জিং পোর্ট ইত্যাদি। এছাড়া পাবেন এলইডি ডিআরএল, এলইডি হেডল্যাম্প।

দাম: এসব আধুনিক ফিচার দেখে আপনি নিশ্চয়ই ভাবছেন এই গাড়ির দাম অনেকটাই বেশি হবে। তবে জানিয়ে রাখা ভালো এই গাড়িটির মূল্য ৬২ লক্ষ টাকা। যা বেশ কিছু SUV’এর চেয়ে অনেকটাই কম। যদিও সেটি ভারতে লঞ্চ হবে কিনা সেই বিষয়ে এখনো জানা যায়নি।

Related Articles