Featuredঅফবিটনিউজ

Rental mother: ‘বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না’ এখন অতীত! ভাড়ায় মিলবে মা

টাকা খরচ করলেই ভাড়া পাওয়া যাবে মা, বিস্তারিত জানুন

Advertisement
Advertisement

‘বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না’ অভিনেতা চিরনঞ্জিতের এই বিখ্যাত ডায়লগ মনে আছে নিশ্চই? তবে বর্তমান সময়ে মা না থাকলে মা পাওয়া যাবে। এমনই এক আশ্চর্য খবর সামনে এসেছে। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল ভাড়ায় পাওয়া যাবে প্রেমিকা। যার সঙ্গে আপনি আপনার সময় কাটাতে পারবেন। আর এখন মা-ও ভাড়ায় (Rental mother) পাওয়া যাবে। এমনই চাঞ্চল্যকর খবর সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো ভাইরাল।

পৃথিবীতে এমন অনেক ঘটনা প্রায়ই ঘটে চলে যা আমাদের অবাক করে। কিছুদিন আগেই একটি অবাক করা ঘটনা সামনে এসেছিল যা থেকে জানা যাচ্ছিল টাকার বিনিময়ে ভাড়া নেওয়া যাবে প্রেমিকা বা প্রেমিক। দিন বা ঘন্টার হিসাবে এই প্রেমিকা বা প্রেমিক ভাড়া পাওয়া যাবে। যে আপনাকে সঙ্গ দেবে। আর এবার টাকা খরচ করলে পাওয়া যাবে মা-ও (Rental mother)। যে মা আপনাকে একজন মায়ের মতো ভালোবাসা দেবে এবং আপনার যত্ন নেবে। অবাক লাগলেও এটা সত্যি।

নিউইয়র্কের একটি রিপোর্টে এই খবর উঠে এসেছে। ট্যামি কিউমিন এক মহিলা দীর্ঘদিন ধরে মা সার্ভিস দিয়ে যাচ্ছেন। ১৯৯৩ সালে প্রথম তিনি এই পরিষেবাটি শুরু করেন। আসলে প্রতি বছর নিউইয়র্কে নানা দেশের ছাত্র ছাত্রীরা পড়াশোনার জন্য যায়। আর সেখানে তাদের খেয়াল রাখার মতো কেউ থাকে না। এই বিষয়টি মাথায় রেখেই কিউমিন মা পরিষেবা (Rental mother) চালু করেন।

কিউমিনের নিজেরও সন্তান ও নাতি নাতনি রয়েছে। বর্তমানে বিদেশে পড়তে যাওয়া ছাত্র ছাত্রীদের তিনি এই পরিষেবা দিয়ে বহু সন্তানের মা হয়েছে। এর জন্য তিনি এককালীন ৮ লক্ষ টাকা নিয়ে থাকেন। এরপর থেকে যতদিন না ওই ছাত্র বা ছাত্রীর পড়াশোনা শেষ হচ্ছে বা যতদিন ওই ছাত্রী ওখানে থাকবে ততদিন পর্যন্ত কিউমিন ছাত্রটির যত্ন নেবে, খাওয়ার দায়িত্ব নেবে ইত্যাদি। তাই আপনিও যদি বিদেশে পড়াশোনার জন্য যান তবে কিউমিনের মা পরিষেবা (Rental mother) নিতে পারেন।

Related Articles