অফবিটনিউজ

Jackfruit: ভারতের জাতীয় ফল আম, কিন্তু কাঁঠাল কাদের জাতীয় ফল জানেন কি?

কোন দেশের জাতীয় ফলের নাম কাঁঠাল?

Advertisement
Advertisement

সাধারণ জ্ঞান সম্পর্কে অবগত থাকা খুব জরুরি। যে ব্যক্তির সাধারণ জ্ঞানের ভান্ডার যত বেশি, সেই ব্যক্তির জ্ঞান তত বেশি। বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে ইন্টারভিউয়ে বিভিন্ন সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়। বিভিন্ন পত্র পত্রিকা, ম্যাগাজিন কিংবা বই পড়ে সাধারণ জ্ঞান বৃদ্ধি করা যায়। নতুবা কেউ কিছু জিজ্ঞাসা করলে আতান্তরে পড়তে হয়। যেমন কাঁঠাল (Jackfruit ) কোন দেশের জাতীয় ফল? আজ এমনই কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। চলুন জেনে নিন।

প্রশ্ন ১: ভারতের কোন রাজ্যের জাতীয় পশু চশমা বাদর?
উত্তর- ভারতের ত্রিপুরা রাজ্যের জাতীয় পশু চশমা বাদর।

প্রশ্ন ২: কোন জীব জলে বাস করলেও, জল পান করে না?
উত্তর- ব্যাঙ, এই প্রাণী জলে থাকলেও, জল পান করে না।

প্রশ্ন ৩: বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি?
উত্তর- পৃথিবীর ক্ষুদ্রতম নদী হলো যুক্তরাষ্ট্রের ডি নদী।

প্রশ্ন ৪: ভারতের কোন রাজ্যে এখনো মানুষ কলা পাতায় খাবার খায়?
উত্তর- ভারতের কেরালায় মানুষ এখনো কলা পাতায় খাবার খায়।

প্রশ্ন ৫: ভারতের সবচেয়ে দামি ট্রেন কোনটি?
উত্তর- মহারাজা এক্সপ্রেস ভারতের সবচেয়ে দামি ট্রেন।

প্রশ্ন ৬: একটি যৌগিক ফলে নাম লেখ?
উত্তর- কাঁঠাল (Jackfruit) একটি যৌগিক ফল।

প্রশ্ন ৭: ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর- ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ।

প্রশ্ন ৮: বজ্রপাতের দেশ কাকে বলা হয়?
উত্তর- ভুটান দেশকে বজ্রপাতের দেশ বলা হয়।

প্রশ্ন ৯: কোন রঙের পোশাক পড়লে বেশি গরম হয়?
উত্তর- কালো রঙের পোশাক পরলে বেশি গরম অনুভব করে।

প্রশ্ন ১০: কাঁঠাল (Jackfruit) কোন দেশের জাতীয় ফল?
উত্তর- কাঁঠাল (Jackfruit) বাংলাদেশের জাতীয় ফুল।

Related Articles