অফবিটনিউজ

General knowledge: ‘স্কুল’ শব্দের পূর্নরুপ কী? বলতে পারলে আপনি জিনিয়াস

চাকরির পরীক্ষায় আগত কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর জেনে নিন

Advertisement
Advertisement

চাকরির পরীক্ষা থেকে শুরু করে ইন্টারভিউয়ে ভালো ফলাফল করতে হলে সাধারণ জ্ঞানের উপর বিশেষ দক্ষতা থাকা প্রয়োজন। নয়তো চাকরির পরীক্ষা পাস করা খুব মুশকিল। আজ আপনাদের জন্য এমনই কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর (General knowledge) নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি অনেকবার চাকরির পরীক্ষায় এসেছে।

১) ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি?
উত্তরঃ ভারতের সবচেয়ে গরিব রাজ্য হলো বিহার (General knowledge)।

২) পশ্চিমবঙ্গের কোন দুটি শহরকে যমজ শহর বলা হয়?
উত্তরঃ বাংলার কলকাতা ও হাওড়া শহরদুটিকে যমজ শহর বলা হয়।

৩) ভারতে কোন রঙের গাড়ি সাধারণ মানুষের জন্য নয় বা সাধারণ মানুষের কেনা নিষেধ?
উত্তরঃ অলিভ গ্রীন রঙের গতি, যা ভারতীয় সেনাবাহিনীর জন্য ব্যবহৃত হয়, সাধারণ মানুষের কেনা নিষেধ।

৪) কবে কোন দেশের প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তরঃ ১৯৭৯ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছিল।

৫) এক ঘন্টা সমান ৬০ মিনিট এই জিনিটি কোন দেশ আবিষ্কার করেছিল?
উত্তরঃ এক ঘন্টা সমান ৬০ মিনিট আবিস্কার করেছিল গ্রিস।

৬) ওয়াই-ফাই এর থেকে ১০০ গুন স্পীড বেশি কিসে পাওয়া যায়?
উত্তরঃ লাই-ফাই এ ওয়াই-ফাইয়ের থেকে ১০০ গুণ বেশি স্পীড মেলে (General knowledge)।

৭) ভারতের কোথায় পাকিস্তান নামক একটি জায়গা রয়েছে?
উত্তরঃ ভারতের বিহারে পাকিস্তান নামক একটি জায়গা রয়েছে।

৮) পিরানাহা মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়?
উত্তরঃ দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি পিরানাহা মাছ দেখতে পাওয়া যায়।

৯) আগেকার সময়ে চিঠি পাঠানো জন্য কী ব্যবহার করা হতো?
উত্তরঃ পূর্বে পায়রার মাধ্যমে চিঠি পাঠানো হতো (General knowledge)।

১০) ‘স্কুল’ শব্দের পুরো কথা কী?
উত্তরঃ SCHOOL শব্দের পূর্ন রূপ হলো S; SINCERITY, C; CAPACITY, H; HONESTY, O; ORDERLINESS, O; OBEDIENCE, L; LEARNING

Related Articles