অফবিট

অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকের চোখে সুই ঢুকিয়ে দিলেন প্রেমিকা, চাঞ্চল্য নেটপাড়ায়

Advertisement
Advertisement

Relationship: অবাক কান্ড! অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকের চোখে সুই ঢুকিয়ে দিল প্রেমিকা। বর্তমান সময়ে দাঁড়িয়ে অ্যারেঞ্জ ম্যারেজের (Arrange Marriage) চেয়ে লাভ ম্যারেজই (Love Marriage) বেশি হয়। একদিকে যেমন রোজ দিন নতুন নতুন সম্পর্ক গড়ে তেমনই আবার দেখা যায় যে, রোজদিন অনেক সম্পর্কও ভাঙছে। আর কারন হিসেবে খুঁজে পাওয়া যায় ইগো, একজাস্টমেন্ট, মানসিক অশান্তি। আবার কারোর ক্ষেত্রে তো অশান্তি এতটাই তীব্র হয়ে দাঁড়ায় যে, সেটি শারীরিক হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।

Relationship

তবে, সম্প্রতি এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যা শুনে হাসবেন নাকি কাঁদবেন তা নিজেরাই বুঝতে পারবেন না। প্রেমিক-প্রেমিকার একে অপরের প্রতি পজেসিভনেস এ খুবই সাধারণ কমন একটি বিষয়। আসলে ভালোবাসার মানুষটিকে কেউই চায় না অন্য কারোর সঙ্গে শেয়ার (Share) করতে। আর তাইতো সবসময় চায় আগলে রাখতে। চায় তার উল্টোদিকের মানুষটা যাতে সবসময় তাকেই দেখে।

Web Series
প্রতিটি মুহূর্তে রয়েছে যৌনতায় ঠাসা এই ওয়েব সিরিজ, ভুলেও ছোটদের সামনে দেখবেন না

কিন্তু সম্প্রতি এমন একটি ঘটনার সন্ধান পাওয়া গিয়েছে যা শুনে সকলেই রীতিমতো অবাক হয়ে গিয়েছে। অন্য মেয়ের দিকে তাকানোর কারণে নাকি প্রেমিকের চোখে সুই ঢুকিয়ে দিয়েছে প্রেমিকা। আর যা নিয়ে রীতিমতো হইচই পরে গিয়েছে। কিন্তু কোথায় এমন ঘটনা ঘটেছে তা জানেন কি? যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টিতে শনিবার এই ঘটনাটি ঘটেছে।

এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ওই যুবতীর নাম সানড্রা জিমেনেজ (Sandra Jimenez)। তার বয়স ৪৪ বছর। বছর আটেক ধরে সে তার প্রেমিকের সঙ্গে রিলেশনে (Relation) রয়েছে। হঠাৎ করে অন্য নারীর দিকে তাকানো নিয়ে প্রেমিকের সঙ্গে তার বাক-বিতন্দ্রা শুরু হয়। এরপর একটা সময় ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যায় যে, সানড্রা জিমেনেজ তার প্রেমিকের চোখে সুই ঢুকিয়ে দেয়।

Relationship

এরপর ওই আহত ব্যাক্তি ৯১১ তে ফোন করে পুলিশ ডাকে। আর সেই সময় সানড্রা জিমেনেজ (Sandra Jimenez) ওখান থেকে পালিয়ে যায়। যদিও পুলিশ তাকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে। তবে, এই বিষয়ে জিমেনেজ জানিয়েছেন যে, তিনি একেবারেই নির্দোষ। তার প্রেমিক নাকি নিজের কারণেই চোখে চোট পেয়েছেন। যদিও একথা কতটা সত্যি তা তদন্ত ছাড়া জানা সম্ভব নয়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles