হাজারো ভক্তের মাঝে অসাধারণ গান গেয়ে মঞ্চ কাঁপাল জুনিয়র নেহা কক্কর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

চাঁদমনি হেমব্রম ব্রত নামটির সাথে এতক্ষণে নিশ্চয়ই পরিচয় হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় মাত্র কয়েক মাসের মধ্যেই শিরোনামে উঠে এসেছে তার নাম। হুগলি জেলার ইটাচুনা গ্রামের আদিবাসী পরিবারের মেয়ে চাদমনি হেমব্রম। আর্থিক প্রতিবন্ধকতার ছিল তার নিত্যসঙ্গী কিন্তু সেই প্রতিবন্ধকতা দূরে ঠেলে আকাশ ছোঁয়া স্বপ্নে পাড়ি দিয়েছে এই মেয়েটি। ইতিমধ্যে বলিউডে পা রেখে ফেলেছেন।
যে কোন গান গাইতে গেলে রীতিমত প্রশিক্ষণের দরকার হয় কিন্তু প্রথাগত গানের তালিম তিনি পাননি অথচ তার গলাতে অসাধারণ মাত্রা পায় যে কোনো গান। রবীন্দ্র সংগীত থেকে আধুনিক গান সবেতেই তার অবাধ বিচরণ। গলার স্বরে সরস্বতীর বাস হয়তো একেই বলে।
পাঞ্জাবের বিখ্যাত সঙ্গীত পরিচালক ও কম্পোজার আয়সান আদ্রির নির্দেশে বর্ধমানের একটি স্টুডিওতে গিয়ে একটি হিন্দি গান ইতিমধ্যে রেকর্ড করে ফেলেছে এই কন্যা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খ্যাত তিনি শুধুই কি সোশ্যাল মিডিয়া মঞ্চে গান গাইলেও তা সাড়া ফেলে দেয় সকলের মনে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল রয়েছে যা দেখলেই বুঝতে পারা যাবে তার ফ্যান ফলোয়িইং কতটা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক জনতার সামনে স্টেজে দাঁড়িয়ে গান গাইছে চাঁদমণি। সংগীতজগতের নতুন হলেও তার অসাধারণ কণ্ঠস্বর এ মন মজেছে সকলের। কালো জলে কুচলা তলে গানটি যে অসম্ভব সুন্দরভাবে পরিবেশন করেছে তা এককথায় অনবদ্য। ইউটিউবে এই ভিডিওটি প্রকাশ পেতেই 3 লাখ ভিউজ ছাড়িয়ে গেছে।