অফবিট

বিশ্বের সর্বকনিষ্ঠ ‘কম্পিউটার প্রোগ্রামার’, মাত্র ৬ বছর বয়সে গিনেস বুকে নাম উঠল ভারতের ছেলের

বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগামার হিসেবে রেকর্ড গড়ল আরহাম ওম তালসানিয়া।

Advertisement
Advertisement

বয়স মাত্র ৬ বছর। আর এই বয়সেই গিনেস বুকে নাম তুলল এক খুদে। নিজে নিজে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিল আহমেদাবাদের এক খুদে। এই ছোট্ট শিশুর নাম আরহাম ওম তালসানিয়া। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এমনকি এখন সে বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগামার হিসেবে রেকর্ড গড়ল।

এত কম বয়সে সে এই কাজ করল কি করে? সাক্ষাৎকারের সময় সে নিজেই সে কথা জানিয়েছে, সে বলেছে,” আমার বাবা আমাকে কোডিং শিখিয়েছে। আমি ট্যাবলেট বিহার করতে পারতাম ২ বছর বয়স থেকেই। এছাড়া আমার নিজস্ব iOS এবং Windows গ্যাজেট ছিল ৩ বছর বয়সে। আমার বাবা পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে এটা আমি পরে জানতে পারি।”

আর বাবার কাছেই এই কাজে তাঁর হাতেখড়ি। বাবার কাছ থেকেই পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে নিজেই ছোট ছোট গেম বানানো শুরু করে ছোট্ট আরহাম। আর পরে তাঁর এই নিজের কাজ সংস্থার কাছে পাঠায় আরহাম। আর মাত্র কয়েকমাস পরই পাইথনের পক্ষ থেকে আরহামের ওই কাজকে স্বীকৃতি দেওয়া হয়। আর এখন বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগামার হিসাবে গিনেস বুকে নাম তুলল ছোট্ট খুদে।

সংবাদসংস্থা ANI প্রকাশিত খবর অনুযায়ী, পিয়ারসন ভিইউই টেস্ট সেন্টারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় পাশ করার পরই বিশ্বের সবচেয়ে কনিষ্ঠকম্পিউটার প্রোগামার হিসাবে স্বীকৃতি পায় ছোট আরহাম। ছেলের এই সাফল্যে খুব খুশি হয়েছে তাঁর বাবা-মা। বাবার কাছ থেকেই কোডিং শিখেই সাফল্য পেয়েছে সে। আরহাম জানিয়েছে,সে বড় হয়ে বিজনেস Entrepreneur‌ ‌হতে চায়।

Related Articles