ভিডিও- নেহা কক্করের গান শুনে নিজের গালেই সপাটে চড়, রেগে আগুন অনু মালিক

এক সময় যেই রিয়েলিটি শোতে পার্টিসিপেট হয়ে এসেছিলেন আজ সেই রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে বসে রয়েছেন তিনি। একেই বলে জীবনের প্রাপ্তি, এখানে কথা হচ্ছে বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের।
বর্তমানে নেহা বলিউডের প্রথম সারির গায়িকাদের মধ্যে অন্যতম একজন। তবে জীবনে প্রতিষ্ঠিত হতে নেহাকে করতে হয়েছিল অনেকখানি সংগ্রাম। ছোটবেলা থেকেই মা বাবা ও দুই ভাই বোনের সাথে মাতা রাণীর জাগরণী গান গেয়ে বেড়াতেন ছোট্ট নেহা সেখান থেকেই গানের প্রতি ভালোবাসা জন্মায়, এরপর জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী হয়ে আসেন নেহা। খুব বেশি দূর পর্যন্ত শোতে এগোতে না পারলেও, ২০১২ সালে ককটেল মুভির ‘সেকেন্ড হ্যান্ড জাবানি ‘ গানটি গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন নেহা।
এরপর একের পর এক ‘কালা চশমা’, ‘সাকি সাকি’, ‘দিলবার’-এর মতো গান গেয়ে প্লেব্যাক সিঙ্গার জগতে পাকাপাকি জায়গা দখল করে নেন নেহা। বর্তমানে নেহা রিমিক্স সিঙ্গিং জগতে অন্যতম মহিলা গায়িকা। গত বছরই বিয়ে করেছেন রোহান প্রীত সিং কে। বর্তমানে নেহা নিজের ক্যারিয়ারের ক্লাউড নাইন এ বসে থাকলেও একসময় অনেক খানি সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই গায়িকা কে।
जब नेहा कक्कड़ का गाना सुन कर अनु मलिक ने मारा अपने आप को थप्पड़?? pic.twitter.com/aHSSbN7tWw
— मंदोदरी (@Mrs_Raavan_) April 9, 2021
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি নেহার ইন্ডিয়ান আইডলের অডিশনের সময়কার, প্রতিযোগিনী হয়ে গান গাইতে এসেছিলেন নেহা। রিফিউজি সিনেমার ‘পানছি নাদিয়া পাবানকে ঝোকে’ গানটি গান নেহা, আর সেই গানটি শুনে সেই সময় বিচারকের আসনে বসে থাকা অনু মাল্লিক নেহা কে বলেন, তোমার গান শুনে আমার নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছা করছে, বলে নিজের গালে সত্যি সত্যি চড় মারেন অনু। বর্তমানে নেহা নিজে সেই একই রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডেল এর বিচারক। আর এখন এতদিন পর নতুন করে সেই পুরনো ভিডিওটি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে।