কলকাতানিউজরাজ্য

গুমোট গরম থেকে মিলবে স্বস্তি, রাজ্যের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় উত্তরবঙ্গে অবস্থান করেছে। ফলে উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement
Advertisement

রাজ্যে ক্রমেই বাড়ছে উষ্ণতার দাপট। তবে এর মধ্যেই ফের আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাস্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্ত্বি চরমে উঠবে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। আজকের পর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান কমবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির বেশি। আদ্রতার পরিমান ৬৬-৯৭ শতাংশ থাকবে।

এদিকে আজ উত্তরবঙ্গে বৃষ্টি হবে। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় উত্তরবঙ্গে অবস্থান করেছে। ফলে উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আছে।

এছাড়া ভারী বৃষ্টি হবে সিকিম, আসাম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ অমৃতসর বরেলি থেকে জলপাইগুড়ি হয়ে আসাম এর ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত থাকবে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে তাই উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যেগুলিতে বৃষ্টি হবে।

Related Articles