কলকাতানিউজরাজ্য

বিশ্বের সেরা বিজ্ঞান শহরগুলির তালিকায় স্থান ‘কলকাতার’, বিশেষ শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

এবারে সেরার নিরিখে কলকাতা অনেকটাই এগিয়ে এসেছে।

Advertisement
Advertisement

সারা বিশ্বের বিজ্ঞান শহরগুলির মধ্যে সেরার স্থান পেল কলকাতা। নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ১০০টি বিজ্ঞান শহরের মধ্যে রয়েছে ভারতের দুটি শহরের নাম কলকাতা ও বেঙ্গালুরু। আর এই রাঙ্কিং অনুযায়ী শীর্ষে রয়েছে বেইজিন, নিউ ইয়র্ক, বোস্টন, সান ফ্রান্সিস্কো এবং সাংহাই। এবারে সেরার নিরিখে কলকাতা অনেকটাই এগিয়ে এসেছে।

আগে কলকতার স্থান ছিল ১২১ নম্বরে। আর এখন কলকাতা স্থান পেয়েছে ৯৯-এ। তবে বেঙ্গালুরু খানিকটা পিছিয়েছে। আগে বেঙ্গালুরু ছিল ৯৩-এ। আর এখন পিছিয়ে হয়েছে ৯৭-এ। দিল্লির-NCR-এর স্থান ১৬৩-তে আর মুম্বই রয়েছে ১৩২-এ। তবে পুনের নাম এবার ২০০ র মধ্যেও নেই। আগের বার পুনের নম্বর ছিল ১৬৯-তে। মোট ৫৮ জন নেচার বিশেষজ্ঞের মতে ৮২টি সেরা জার্নালের ফলাফলের ভিত্তিতেই এই নেচার ইনডেক্স রাঙ্কিং হয়।

তবে কলকাতা শহর এই প্রাণের শহরের সাফল্যে গর্বিত বাঙালীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন,’তিলোত্তমা, তোমাকে শুভেচ্ছা’. বিজ্ঞানের অবদানের জন্যই সেরার তালিকায় পৌঁছালো কলকাতার নাম।

Related Articles