Advertisements

উৎসবের মরশুমে Honda-র নয়া চমক! ফাটাফাটি ফিচারসের সঙ্গে ঝাক্কাস বাইক আনল কোম্পানি

Advertisements

হন্ডা তাদের নতুন মডেল লঞ্চ করল CB200X। এই মডেলটি পাওয়া যাবে এক্স শোরুম মূল্য হিসেবে ১.৪৭ লক্ষ টাকায়। জানা যাচ্ছে, এই বাইকে থাকছে ১৮৪.৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এছাড়া রয়েছে রঙের বিভিন্নতা। বিভিন্ন রঙে পছন্দ করতে পারবেন গ্রাহকেরা। যার মধ্যে রয়েছে ব্লু মেটালিক, পিয়ারল্ নাইট স্টার ব্ল্যাক ও স্পোর্টস রেড।

এই বাইকের লুক হল আসল আকর্ষণীয় বিষয়। এছাড়া বাইকের এলইডি ইন্ডিকেটর, সম্পূর্ণ এলইডি হেডলাইট, ইউএসডি টেলিস্কোপ রয়েছে যা বাইকটিকে আরও আকর্ষণীয় করে তোলে। Honda CB200X বাইকে রয়েছে নতুন গ্রাফিক্স যার জন্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে এটি। এছাড়া রয়েছে ইউএসডি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক সাসপেনশন সেটআপ রয়েছে।

গাড়ির ইঞ্জিনটি ৮,৫০০ আরপিএম-এ ১৭ বিএইচপি পাওয়ার ও ৬০০০ আরপিএম-এ ১৫.৯ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া এতে রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। গাড়ির নিরাপত্তার জন্য সামনে ও পিছনে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। এছাড়া সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যা গাড়ির চেহারা একেবারে বদলে দিয়েছে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, প্রসিডেন্ট ও সিইও জানিয়েছেন, নতুন 2023 CB200X গাড়িটির অনুপ্রেরণা নেওয়া হয়েছে হন্ডা সংস্থার CB-এর দ্বারা। ২০২১ সালে CB200X লঞ্চ হওয়ার পর থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে বলেও জানান তিনি৷ এছাড়া তিনি বলেন, নতুন মডেলে রয়েছে OBD2 কমপ্লায়েন্ট ইঞ্জিন, স্টাইলিশ গ্রাফিক্স ও নতুন অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ৷ নতুন প্রজন্মের জন্য এটি একটি অন্যতম রাইডিং অভিজ্ঞতা এনে দেবে বলে জানান তিনি৷

Related Articles