দেশনিউজ

ভারতীয় যৌথবাহিনীর বড়সড় সাফল্য, শ্রীনগরে সেনার গুলিতে ঝাঁজরা দুই জেহাদি

এই দুই জেহাদির মধ্যে একজন সেপ্টেম্বরে সিআরপিএফ জওয়ানদের উপর হওয়া হামলায় যুক্ত ছিল।

Advertisement
Advertisement

ফের ভারতীয় সেনাদের সাফল্য। কাশ্মীরে জঙ্গিদমনে সাফল্য পেল যৌথবাহিনী। এদিন সকালে গুলির লড়াইয়ে শ্রীনগরে খতম হয়েছে দুই জেহাদি। এই দুই জেহাদির মধ্যে একজন সেপ্টেম্বরে সিআরপিএফ জওয়ানদের উপর হওয়া হামলায় যুক্ত ছিল। সবসময় উত্তেজক পরিস্থিতি কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরে নাশকতা চালানোর চেষ্টা করছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। তবে বার বার ভারতীয় সেনাদের তৎপরতার জন্য সেই চেষ্টা ব্যর্থ হচ্ছে।

সেনা সূত্রের খবর অনুযায়ী, গোপন সূত্রে রামবাগে জঙ্গিদের গা-ঢাকা দেওয়ার নির্দিষ্ট তথ্য ছিল। আর এর উপর ভিত্তি করে এদিন সকাল থেকে তল্লাশি শুরু করে যৌথবাহিনী। তবে সেই সন্ত্রাসবাদীরা জওয়ানদের উপস্থিতি টের পেয়েই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। যৌথবাহিনীও পাল্টা জবাব দেয়। আর কয়েকঘণ্টার গুলির লড়াইয়ে খতম হয় দুই জেহাদি। এখনও এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, একজন জেহাদির নাম সইফুল্লাহ। সে পাকিস্তানি জঙ্গি। এই জঙ্গি সেপ্টেম্বর মাসে ও সম্প্রতি সিআরপিএফ জওয়ানদের উপর হামলায় অভিযুক্ত ছিল। আর অপর মৃত জেহাদি লস্কর-ই-তইবার জেহাদি। যদিও তাঁর নাম এখনও জানা যায়নি।

Related Articles