দেশনিউজ

‘মিডিয়া চলে যাবে, আমরাই কিন্তু থাকব’, হাতরসের নির্যাতিতার পরিবারকে ‘কড়া হুমকি’ জেলাশাসকের

আর এবার খোদ হাতরসের জেলাশাসকের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল।

Advertisement
Advertisement

হাতরস গণধর্ষণকাণ্ডের সেই প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠছিল। আর এবার খোদ হাতরসের জেলাশাসকের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। আর সেই হুমকির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। জেলাশাসকের বিরুদ্ধে সেই হুমকির ভিডিও ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা৷

ওই ভিডিওতে জেলাশাসক প্রবীণ লস্কর বলছেন, ‘অর্ধেক সংবাদমাধ্যম আজকে ফিরে গিয়েছে৷ বাকি গুলি কালকের মধ্যে চলে যাবে৷ একমাত্র আমরাই আপনাদের সঙ্গে থাকব৷ এবার আপনারাই ঠিক করুন আপনারা বার বার করে বয়ান বদলাবেন না বদলাবেন না, হতে পারে এর পরে আমরাই বদলে গেলাম৷’ আর এই ভিডিও শেয়ার করে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা প্রশ্ন তুলেছেন যে ‘এটা কি হুমকি নয়?’

তবে ওই জেলাশাসক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেছেন যে অভিযুক্তদের ফাঁসির সাজা হয়, সেটার চেষ্টা করা হচ্ছে। নির্যাতিতার পরিবারের ভয় দূর করতেই তাঁদের তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন। এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন৷

সেই ভিডিওতে আবার নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন যে থানায় নিয়ে গিয়ে চাপ দিয়ে তাঁদেরকে একটি বয়ানে সই করিয়ে নিয়েছে পুলিশ এবং জেলা প্রশাসন৷ তারা এই কাজ করতে চাননি। তিনি তাঁর মেয়ের উপরে নৃশংস নির্যাতনের সঠিক বিচারের জন্য সুপ্রিম কোর্টের কোনও বিচারপতির নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি এটাও অভিযোগ করেছেন যে তাঁদেরকে বাড়িতেই আটকে রাখা হয়েছে, সংবাদমাধ্যমের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না৷ প্রসঙ্গত, এদিন উত্তর প্রদেশ পুলিশের এডিজি দাবি করেছেন, নির্যাতিতাকে ধর্ষণই করা হয়নি৷

Related Articles