কলকাতানিউজরাজ্য

নেতাজির জন্মজয়ন্তীতে শঙ্খ বাজালেন মমতা, দেশনায়কের সম্পর্কে বললেন বেশ কিছু মূল্যবান কথা

Advertisement
Advertisement

কথা মতই আজ ঘড়ির কাঁটা ঠিক ১২ টা ১৫ মিনিটে পৌঁছতেই বেজে উঠল সাইরেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীতে দেশপ্রেমিককে শঙ্খ বাজিয়ে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শ্যামবাজার থেকে রেড রোডে নেতাজির মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রায় সামিল হন তিনি।

এই দিন সকালেই নির্দিষ্ট সময়ের অনেক আগেই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পৌঁছে যান এবং নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করেন বাংলার মাননীয়া।

প্রসঙ্গত, পূর্ব পরিকল্পনা ছাড়াই শনিবার সকালে এলগিন রোড নেতাজির বাসভবনেও যান মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে গিয়ে তিনি বলেন, “নেতাজির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করি। ভোটের সময় নয়, বছরে ৩৬৫ দিনই যোগাযোগ রাখা হয়। একটি আবেগ-শক্তির অপর নাম হল নেতাজি সুভাষচন্দ্র বোস। তাঁকে অনুভব করতে হলে আবেগের প্রয়োজন হয়। তাঁর কথা বলার সময় আমার গায়ে কাঁটা দেয়, তবে শুধু আমারই না, সকল বাঙালিরই হয়ত একই অবস্থা হয়। পরাক্রম মানে আমি বুঝি না। এটা হিন্দি, সংস্কৃত নাকি ইংরেজি শব্দ, সেটাও জানি না। তবে এটা আমি জানি যে ওঁনার মতো দেশের নেতা কম ছিলেন। তাই উনিই দেশনায়ক।”

Related Articles