দেশনিউজ

অবিশ্বাস্য! শুধুমাত্র গন্ধ শুঁকেই করোনা সংক্রমণ চিহ্নিত করছে ভারতীয় সেনার কুকুর! দেখুন ভিডিও

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করতে কুকুর! ভারতীয় সেনা সেরকমই প্রশিক্ষণ দিতে শুরু করলো দুটি প্রজাতির কুকুরকে।

ঘাম বা মূত্রের নমুনা গন্ধ শুঁকেই করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করতে পারবে প্রশিক্ষিত কুকুরগুলি। সেজন্য ভারতীয় সেনা দুটি কুকুরকে প্রশিক্ষণ দিল।

আপাতত দুটি প্রজাতির কুকুর যথাক্রমে সিপপিপারাই এবং ককার স্প্যানিয়ালকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ক্যাসপার ও জয়া হল ভারতীয় সেনার সেই প্রশিক্ষিত কুকুরদ্বয়।

সেনার কর্নেল সুরিন্দর সোনি জানিয়েছেন, এখনও পর্যন্ত পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, কুকুররা সঠিকভাবে করোনার সংক্রমণ ধরতে পেরেছে ৯৫ শতাংশ ক্ষেত্রে। আপাতত দিল্লি এবং চন্ডীগড়ে মোতায়েন করা হয়েছে সেই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের।

Related Articles