দেশনিউজ

মাত্র ১ টাকায় ভরপেট খাবার! দেশবাসীর মন জিতে নিল গৌতম গম্ভীরের নতুন প্রকল্প

Advertisement
Advertisement

ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে মানুষের মনের কাছে পৌঁছেছিলেন তিনি। এবার সাংসদ হিসেবেও মানুষের হৃদয় জিতে নিলেন গৌতম গম্ভীর। ভারতীয় জনতা পার্টির এই সাংসদ রাজনীতির পাশাপাশি নানারকম সেবামূলক কাজও করে থাকেন দেশের মানুষের জন্য।

এবার সেরকমই একটি পদক্ষেপ নিলেন তিনি। নিজের সংসদীয় কেন্দ্র পূর্ব দিল্লিতে দুঃস্থ মানুষজনের পাশে দাঁড়াতে খুলে ফেললেন কমিউনিটি কিচেন। যেখানে মাত্র এক টাকায় মিলবে খাবার। নাম দিলেন, ‘এক আশা জন রসোই।’

প্রথমে দিল্লির গান্ধীনগরের বাসস্টপে তিনি প্রকল্পটি চালু করেন, তারপরের লক্ষ্য কৈলাস কলোনী। সব মিলিয়ে মোট ১০ টি বিধানসভা কেন্দ্রে এমন কমিউনিটি কিচেন খোলার পরিকল্পনা তাঁর। খোলা থাকবে সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত। যদিও কিচেন চলবে সম্পূর্ণভাবেই তাঁর নিজস্ব আর্থিক অনুদানেই, কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই।

আপাতত মোট ১০০ জন মানুষের একসাথে খাওয়ার মতো বন্দোবস্ত করা হয়েছে। তবে কোভিড বিধির জন্য ৫০ জনের বেশি মানুষ বসতে পারছেন না। মেনুতে আপাতত থাকছে ভাত, সব্জি আর মুসুর ডাল। পথচলতি মানুষ এক টাকায় পাবেন ওই খাবার। দেশের কোনো মানুষ যেন খালিপেটে না থাকে, তাই এই উদ্যোগ গম্ভীরের।

Related Articles