আন্তর্জাতিকনিউজ

”কাজ হারিয়ে টাকা ধার করে কিনেছিলাম রিকশাটা, ভেঙে দিল ওঁরা”, কাঁদতে কাঁদতে বলল ফজলুর

গরীব রিকশাওয়ালাদের রিকশাগুলিকে উচ্ছেদ করা হয়।

Advertisement
Advertisement

হঠাৎ করেই নতুন আইন শুরু হয়েছে। নতুন আইনে জারি হয়েছে নিষেধাজ্ঞাও। আর সেই নিষেধাজ্ঞা অনুযায়ী চলল নির্দেশ অভিযান। সোমবার জিগাতলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান চালানো হয়। গরীব রিকশাওয়ালাদের রিকশাগুলিকে উচ্ছেদ করা হয়।

আর এরফলে কাজ হারালেন লক্ষ লক্ষ রিকশাওয়ালা। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। এরকমই এক রিকশাওয়ালা ফজলুর রহমান। যার মাথায় রয়েছে অনেক টাকার ঋণের বোঝা। রিকশা উচ্ছেদের সময় তাঁর রিকশাও তুলে নিয়ে যায় ওরা। সে হাজারিবাগ এলাকার বাসিন্দা।

ওই গরীব রিকশাচালক জানায়, করোনা মহামারীর জেরে দোকানের কাজটি তাঁর চলে যায়। তাই ১৫ দিন আগে ৮০ হাজার টাকা ধার-দেনা করে ব্যাটারিচালিত রিকশাটি কিনেছিলেন তিনি। কিন্তু সেই রিকশা আর তার চালানো হল না। কান্নায় ভেঙে পড়েছেন ফজলুর রহমান।

Related Articles