দেশনিউজ

লাদাখ থেকে কাশ্মীর, ১০০ কিমি-তে ১০ টি টানেল বানাচ্ছে ভারত, ঘুম উড়ছে চিন-পাকিস্তানের!

১০০ কিলোমিটার এলাকাজুড়ে কমপক্ষে ১০টি টানেল বানানোর পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে।

Advertisement
Advertisement

লাদাখ থেকে কাশ্মীর পর্যন্ত ১০০ কিলোমিটার রাস্তার জন্য কমপক্ষে ১০টি টানেল তৈরি করছে ভারত। এর আগে গত ৩ অক্টোবর ১০ হাজার ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম হাইওয়ে টানেলের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার লাদাখ থেকে কাশ্মীর পর্যন্ত ভারতীয় সেনা ও সাধারণ মানুষের যানবাহন করতে যাতে সুবিধা হয় সেটার চেষ্টা করা হচ্ছে। বর্ডার রোড অর্গানাইজেশন সূত্রের খবর অনুযায়ী, সীমান্তবর্তী এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য ইতিমধ্যেই অনেক রাস্তা তৈরি করা হয়েছে।

১০০ কিলোমিটার এলাকাজুড়ে কমপক্ষে ১০টি টানেল বানানোর পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ জায়গার উচ্চতা ১৭ হাজারের ফুটের বেশি। আর এরফলে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি এই প্রতিকূলতাকে কাটিয়ে টানেল তৈরির কাজ সম্পূর্ণ হবে।

সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, লাহুল ও স্পিতি এলাকায় ধারাবাহিকভাবে যোগাযোগ রাখতে লাদাখে আরও ৮ টি টানেল বানানোর প্রয়োজন আছে। এর মধ্যে কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় যাতায়াতের জন্য বেশ কয়েকটি টানেল তৈরি করতে হবে।

Related Articles