টেক নিউজনিউজ

ভারতের বাজার কাঁপাতে আসছে Samsung এর নতুন স্মার্টফোন, কেনার আগে জেনে নিন সমস্ত ফিচার্স সহ দাম

Advertisement
Advertisement

এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং আর এর কারন হল স্যামসাং বরাবরই তাদের রেঞ্জটি এমন রেখেছে যাতে সব রকম বাজেটের ক্রেতাদের হাতেই ফোন তুলে দেওয়া যায়। এছাড়াও স্যামসাংয়ের ফোনগুলোতে রয়েছে স্টাইলিশ লুক একাধিক আকর্ষণীয় ফিচার আর তার মধ্যে M সিরিজের ফোন গুলি যথেষ্ট জনপ্রিয়। এবার এই M সিরিজের আরো একটি ফোন বাজারে নিয়ে এলো স্যামসাং, Samsung Galaxy M31s।

এর স্পেশিফিকেশনগুলি এক নজরে দেখে নেওয়া যাক-

1) 6 জিবি Ram ও 64/128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এতে।

2) 6000 Mah যুক্ত ব্যাটারি রয়েছে এই ফোনে। ব্যাটারিটি রয়েছে non-removable way তে।

3) এই স্মার্টফোনে রয়েছে 6.4 ইঞ্চির এইচডি প্লাস সুপার AMOlED ডিসপ্লে, রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

4) এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড10 অপারেটিং সিস্টেম, octa-core প্রসেসর আর Exynos 9611 চিপসেট।

5) এই স্মার্টফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। 64 মেগাপিক্সেল প্রাইমারি সেনসর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর 5 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আর সেলফি জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা।

এই স্মার্টফোনের দাম শুরু হতে পারে 17499 টাকা থেকে। এতকিছু ফিচারস যুক্ত ও এতো মেগাপিক্সেল ক্যামেরা থাকা সত্ত্বেও এর দাম যথেষ্ট সাধ্যমতো থাকছে। তবে এখনো বাজারে এর বিক্রি শুরু হয়নি 6th August থেকে ভারতে বিক্রি শুরু হবে Samsung Galaxy M31s

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles