দেশনিউজ

প্রবল উত্তেজনা সীমান্তে, শত্রু দমনে ৭২ হাজার সিগ-৭১৬ রাইফেল কিনছে ভারত, চাপে চীন

Advertisement
Advertisement

গত কয়েক মাস ধরেই সীমান্তে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছিল। তারপর গত ১৫ ই জুন ভারতীয় এবং চিনা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পর উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে। সেনাস্তরে লাগাতার বৈঠকের পরেও কোনো সমাধান সূত্র মেলেনি। তাই ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। এমনিতেই চলতি মাসেই শক্তিশালী রাফাল যুদ্ধবিমান হাতে পেতে চলেছে ভারতীয় সেনা। এরমধ্যেই ৭২ হাজার শক্তিশালী সিগ-৭১৬ রাইফেল কিনতে চলেছে ভারতীয় সেনা।

জানা গেছে, এই জরুরি পরিস্থিতিতে এই অস্ত্রগুলো কেনা হচ্ছে মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থা সিগ সর এর থেকে। এই রাইফেল গুলো কেনার জন্য মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থা SiG Sauer এর সঙ্গে গত বছর ফেব্রুয়ারি মাসেই চুক্তি করেছিল মোদী সরকার। এছাড়া কেন্দ্র সরকার রাশিয়ার একটি সংস্থার সাথে চুক্তি করেছে ভারতে রাশিয়ান কালাশনিকভ বন্দুক তৈরি করার জন্য।

ভারতীয় সেনার জন্য ৭২০০০ সিগ-৭১৬ রাইফেল কিনতে খরচ পড়েছে প্রায় ৬৪৭ কোটি টাকা। সূত্রের খবর, এই অত্যাধুনিক রাইফেল উত্তর সীমান্তে মোতায়েন জওয়ানদের হাতে তুলে দেওয়া হবে। এই রাইফেলের বিশেষ গুণ হল, এই রাইফেলে রয়েছে ১৬ ইঞ্চির ব্যারেল সহ টেলিস্কোপিক স্টক। যার ফলে ৫০০ মিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানা করে আঘাত আনতে সক্ষম এই রাইফেল।

সংবাদসংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, দেশের সশস্ত্র বাহিনীর হাতে যথেষ্ট অর্থনৈতিক সামর্থ্য রয়েছে যার জেরেই ভারতীয় সেনাবাহিনী, মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থাকে ৭২০০০ সিগ-৭১৬ রাইফেল এর বরাত দিতে চলেছে। রাফাল যুদ্ধবিমান এর পর ভারতীয় সেনার হাতে এই রাইফেল চলে এলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles