আন্তর্জাতিকনিউজ

দীর্ঘ মেয়াদি হবে করোনা, হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

Advertisement
Advertisement

প্রতিনিয়ত করোনাকে নিয়ে চলছে গবেষনা কিন্তু এখনো এই ভাইরাসের অনেককিছুই রহস্যজনক যেমন শরীরে প্রবেশের পর এই ভাইরাসের স্থিতি কতক্ষণ কিভাবে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করবে তা এখনো ধোঁয়াশা। এই গবেষণার অন্যতম প্রধান স্টিফেন কিসলার সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই ভাইরাসের প্রভাব কমানোর একটাই পথ সেটা সামাজিক দূরত্ব।আর এই কারনেই মনে করা হচ্ছে এককালীন লকডাউন এ পুরোপুরি সংক্রমণ মুক্ত করা যাবেনা বিশ্বকে।
অন্তত 2022 অবধি মেনে চলতে হবে সামাজিক দূরত্ব সাম্প্রতিক গবেষণায় এমনটাই দাবি করেছেন Harvard University.

করোনা সংক্রমনের ফলে বিধ্বস্ত আমেরিকা সেই মুহূর্তে এই গবেষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সায়েন্স জার্নাল দাবি করা হয়েছে ধীরে ধীরে এই সংক্রমণ প্রকোপ কমিয়ে আবহাওয়ার পরিবর্তনের সাথে ঘুরে ফিরে আসবে। এখন যেভাবে সর্দি-জ্বর ইনফ্লুয়েঞ্জা আবহাওয়া পরিবর্তনের সাথে ঘুরে ফিরে সংক্রমণ ঘটায় সেভাবেই এই ভাইরাসে আকার নেবে এই করোনা‌।

অন্যতম এক গবেষক মার্ক লিপসেচ বলেছেন গণজমায়েত থেকে ফের সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে তবে সংক্রমণ মাত্রা বুঝতে নমুনা পরীক্ষা অবশ্যই করতে হবে। নামটাও নমুনা পরীক্ষা আর অন্যদিকে সামাজিক দূরত্ব বজায় এই তিনের ফলেই সক্রমন রোধ করা সম্ভব। গবেষকদের দাবি আমরা গবেষণা করে বের করতে পারিনি যারা সংক্রমিত তাদের প্রতিরোধ ক্ষমতা কতক্ষণ তারা সক্রমন থেকে নিজেদের মুক্ত রাখতে পেরেছিল।অনেকেই মনে করছিল আস্তে আস্তে স্তিমিত হয়ে যাবে করোনা কিন্তু গবেষকদের মত অনুসারে লম্বা ব্যাটিং করবে করোনা।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles