দেশনিউজ

করোনা আবহে বড়সড় সুখবর, পড়ুয়াদের জন্য একগুচ্ছ ছাড়ের ঘোষনা ভারতীয় রেলের

Advertisement
Advertisement

দিল্লী: করোনা আবহে ফের খুশির খবর দিল ভারতীয় রেল। একগুচ্ছ ছাড়ের ঘোষণা রেলের। এবার রেলের তরফে বেশ কিছু সুবিধা পাবে পড়ুয়ারা। এডুকেশানাল ট্যুর সংক্রান্ত বাইরের কোথাও যাওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের বিশেষ ছাড়ের সুযোগ রেলের।

আইআরসিটিসি বরাবরই ভেবে এসেছে পড়ুয়াদের সুবিধার কথা। এবারও তার ব্যতিক্রম হল না। এইবারও পড়ুয়াদের বিশেষ ছাড় দিচ্ছে রেল। এডুকেশনাল ট্যুরের ক্ষেত্রে বাইরের রাজ্য থেকে নিজের রাজ্যতে ফেরার সময়ে অন্য কোন রাজ্যে যেতে হলে ছাড় পাওয়ার সুবিধা পাবে পড়ুয়ারা। তাছাড়াও পরীক্ষার জন্য বাইরের কোথাও যেতে হলে ছাড় পাওয়ার সুবিধা রয়েছে পড়ুয়াদের।এমনকি মাসিক টিকিট কাটার ক্ষেত্রে ছাড়ের সুবিধা রয়েছে পড়ুয়াদের জন্য।

অন্যদিকে বর্তমানের কঠিন সময়ে বিহার, ঝাড়খণ্ড
তামিলনাড়ু, কর্ণাটক,অন্ধ্র প্রদেশ ,তেলেঙ্গানা, সহ বেশ কিছু রাজ্য থেকে চাল পরিবহন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। ইস্ট কোস্ট রেলওয়ে (ইসিওআর) .৯৫ এমটি খাদ্য শস্যর পরিবহনের ক্ষেত্রেও পরিষেবা দিয়েছে। এই কাজে প্রায় ৩৩৩ টি ট্রেন ব্যবহৃত হচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গ,উত্তর প্রদেশ, বিহার থেকে ২৭৯ টি ট্রেনের সাহায্যে পেট্রোলিয়াম জাত পণ্য। এবং ৪৭০ টি ট্রেনের সাহায্যে ১২০ এমটি সার পরিবহন করছে।

যাত্রীদের সুবিধার কথা ভেবে চিরকালীন নয়া প্রদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল। বর্তমানে করোনা কবলিত পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রেন চলাচল। তবে, ইসিওআর নিজের আওতায় থাকা প্রায় ১২৬৮০ টি ট্রেন লকডাউন চলাকালীন সময়ে চালানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে ছিল আর তাতে উপকৃত হয়েছিল বহু মানুষ। শুধু তাই নয় উল্লেখযোগ্য বিষয় ট্রেন চলাকালীন যাতে কোনরকম সমস্যা না হয় সেজন্য নির্দিষ্ট পরিমাণ কয়লা সরবরাহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল তারা।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles