নিউজ

আসল সুখবর, করোনা প্রতিরোধে সফল অক্সফোর্ডের টিকা! হিউম্যান ট্রায়ালে মিলেছে প্রমাণ

Advertisement
Advertisement

চোখে না দেখা গেলেও অদৃশ্য ভাইরাস করোনা আতঙ্কে চিন্তার ভাঁজ সকল বিশ্ববাসীর মনে। তবে, আতঙ্কের মাঝে খুশির খবর। করোনা দমনে হাজির প্রতিষেধক টিকা। বিশ্ববাসীকে তাক লাগিয়ে হিউম্যান ট্রায়াল রানে করোনার বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধক টিকা।

জানা যাচ্ছে, হিউম্যান ট্রায়াল রানে ১,০৭৭ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকটির এই পর্বের ট্রায়াল সম্পন্ন হয় তাদের উপরই। সূত্রের খবর, এই টিকার প্রথম পর্বের হিউম্যান ট্রায়ালের ফলাফল অনুযায়ী, এই টিকার প্রয়োগে কোনও রকম বিরূপ প্রভাবেরও ভয় নেই। শুধুমাত্র করোনা-রোধী প্রতিরোধ ক্ষমতাই নয় পাশাপাশি এটি সম্পূর্ণ নিরাপদ ও সহনশীল।

এই প্রসঙ্গে ডেভিড কার্পেন্টার জানান, ‘সেপ্টেম্বরের মধ্যেই মিলতে পারে অক্সফোর্ড বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধক। ফলে শীঘ্রই করোনা কে প্রতিহত করার শক্তিশালী অস্ত্র হাতে পাওয়ার অপেক্ষায়। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা’। বলে রাখা ভালো ডেভিড কার্পেন্টার হলেন অক্সফোর্ডের বিজ্ঞানীদের করোনা প্রতিষেধকের ট্রায়ালের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা লন্ডনের বার্কশায়ার রিসার্চ এথিক্স কমিটির চেয়ারম্যান।

এমনকি হিউম্যান ট্রায়ালের ফলাফল অনুযায়ী, জানা যাচ্ছে স্বেচ্ছাসেবকদের শরীরে প্রতিষেধকটির প্রয়োগে করোনা-রোধী শক্তিশালী অ্যান্টিবডি এবং টি-সেল তৈরি হয়েছে। উল্লেখযোগ্য বিষয়,এই টি-সেল শরীরে প্রবেশ করা ভাইরাস, ছত্রাকের সংক্রমণকে নাশ করে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। টি-সেল এক ধরণের শ্বেরক্তকণিকা যা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা ও তার কার্যকলাপের অন্যতম অঙ্গ।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles