দেশনিউজ

আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত লকডাউন রাজ্য! ঘোষণা রাজস্থান সরকারের

Advertisement
Advertisement

করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। আগামী ১৪ই এপ্রিল সেই মেয়াদ শেষ হতে চললেও নাগালের বাইরে করোনার সংক্রমণ। পরিস্থিতি বেগতিক দেখে লকডাউন বাড়ানোর পক্ষে দেশের বেশকিছু রাজ্যের সরকার। প্রথম রাজ্য হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল ওড়িশা। এরপর পাঞ্জাব সরকারও সেই একই পথ অনুসরণ করেন। এবার ওড়িশা-পাঞ্জাবের পর তৃতীয় রাজ্য হিসেবে লকডাউনের সময়সীমা বাড়লো রাজস্থানে। আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত জানিয়েছেন, রাজ্যে লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

রাজস্থানে আক্রান্ত এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫৩ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। দেশে এই মুহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৪৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩৯ জনের। দেশ জুড়ে খুবই দ্রুত ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। আর এর থেকে বাঁচার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। তাই লকডাউনই একমাত্র পথ, আর সেই পথেই হাটতে চাইছে একাধিক রাজ্যের সরকার।

আজ ১১ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে প্রতিটি রাজ্যের অবস্থা দেখে লকডাউন বাড়ানো হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বেশিরভাগ রাজ্যই লকডাউন বাড়ানোর পক্ষে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এর আগে জানিয়েছিলেন, দেশের ১৩৩ টি করোনা হটস্পট চিহ্নিত করা হয়েছে, যে জায়গাগুলিতে লকডাউন আরও বাড়ানো হবে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles