লাইফস্টাইল

চালের গুঁড়ো দিয়ে তৈরী করুন ফেসপ্যাক, মাত্র ৭ দিনেই পাবেন উজ্জ্বল ত্বক

বাড়িতেই সহজ কিছু উপকরণ দিয়ে তৈরী করে নিন কিছু ফেসপ্যাক।

Advertisement
Advertisement

সামনেই পুজো অথচ করোনা আবহে রূপচর্চার জন্য পার্লারে যাওয়া বেশ রিস্ক। আবার সারাবছরে ওয়ার্ক ফ্রম হোমের দাপটে সেভাবে ত্বকের যত্ন নেওয়াও সম্ভব হয়ে ওঠে না। তাহলে উপায়?? চিন্তা করার দিন শেষ বাড়িতেই সহজ কিছু উপকরণ দিয়ে তৈরী করে নিন কিছু ফেসপ্যাক আর কয়েকদিনেই তফাৎ অনুভব করুন।

অনেকসময় সময় থাকলেও উপকরনের অভাবে ঘরোয়া পদ্ধতিতে ত্বকে যত্ন নেওয়া সম্ভব হয় না। কিন্তু আজ যেই ফেসপ্যাকের কথা বলবো তার মুখ্য উপাদান চালের গুঁড়ো যা প্রায় সবার বাড়িতেই থাকে। চালের গুঁড়ো ত্বকের বিভিন্ন উপকারে কাজে লাগে। এতে থাকা ভিটামিন বি ত্বকে নতুন কোষ গজাতে সাহায্য করে। এছাড়াও চালে থাকা টাইরোসিনান নামের উপাদান ত্বকের মেলালিন উৎপাদনের হার কমিয়ে আনে যার ফলে ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে।

১) সারাবছর রোদ ধুলো বালিতে যাতায়াত করার ফলে আমাদের ত্বকের ওপর কালো প্যাচ বা ট্যান পড়ে। এই ট্যান দূরীকরণ করতে ৫ চা চামচ চালের গুঁড়ো, ৩ চা চামচ কাঁচা দুধ, দু চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এরপর মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন সপ্তাহে মাত্র দু’দিন এই পদ্ধতি এপ্লাই করুন তফাৎ নিজেরাই টের পাবেন।

২) উজ্জ্বলতা ফিরে পেতে ত্বকের জেল্লা ফিরে পেতে তিন চামচ চালের গুঁড়ো, দু চা’চামচ বেসন, দু চামচ মধু একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরী করুন আধঘন্টা মিশ্রণটি মুখে লাগিয়ে রাখার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন মুখে ঔজ্বল্য ফিরে আসবে।

৩) অনেক সময় ফুসকুড়ি বা ব্রন চলে গেলেও তার কালো দাগ থেকে যায়। এই সমস্যা দূর করতে তিন চামচ চালের গুঁড়ো, দু চামচ হলুদ গুঁড়ো ও কিছুটা লেবুর রস নিয়ে একসাথে মিশ্রন তৈরী করুন। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। সবচেয়ে দুই দিন এই মিশ্রণটি লাগালে এই দাগ থেকে মুক্তি পাবেন।

Related Articles