লাইফস্টাইল

ঝুপ করে ঘরে ঢোকে মেঘ! দার্জিলিং ছেড়ে শীতে ঘুরে আসুন এই স্বপ্নের মত পাহাড়ি গ্রাম থেকে

Advertisement
Advertisement

Travel: ভ্রমণপিপাসু মানুষেরা সর্বদাই নতুন নতুন আনকোরা অথচ মনোরম জায়গার খোঁজ করতে থাকেন। কেউ সমুদ্র-সৈকত পছন্দ করে, তো কেউ জঙ্গলের রোমাঞ্চ। কেউ আবার পাহাড়ের কোলে থাকা ছোট্ট গ্রামে যেতে পছন্দ করেন। আপনিও যদি এমনই কোনো ভ্রমণ স্থান খুঁজে থাকেন, তাহলে যেতে পারেন ছোট্ট পাহাড়ি-গ্রাম্য এলাকা গুরদুম (Hill Village Gurdum)।

Travel

এই এলাকা সান্দাকফু-ফালুট ট্রেকের কারণে ভ্রমণপ্রেমীদের মাঝে বেশ পরিচিত। সবুজ পাইনের দৃশ্য যেন আপনার চোখকে আরাম দেবে এবং পাখির কোলাহল দেবে কানকে প্রশান্তি। পাহাড়ের নিস্তব্ধ সৌন্দর্যে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। দার্জিলিং থেকে কিছুটা দূরেই অবস্থিত। কীভাবে যাবেন? কত খরচ পড়বে? কোথায় থাকবেন? এই সমস্ত প্রশ্নের জবাব নিম্নে দেওয়া হল।

গুরদুমে কীভাবে যাবেন? (Travel Tips Village Gurdum?)

বিভিন্ন জায়গা থেকে গুরদুমে যাওয়া যায়। দার্জিলিং থেকে এটি ২৯ কিমি দূরে অবস্থিত এবং জলপাইগুড়ি থেকে এর দূরত্ব ৯০ কিমি। জানলে অবাক হবেন, মানেভঞ্জন থেকে গুরদুমে যেতে গেলে মাত্র ১২ কিমি পথ অতিক্রম করতে হয়। অনেক ভ্রমণ পিপাসু মানুষ আবার সান্দাকফু থেকে ট্রেক করে আসেন। তবে চাইলে মানেভঞ্জন থেকে খুব সহজেই গুরদুমে যাওয়া যায়।

Coins Rule
কয়েন নিতে ঝামেলা করছে ব্যাঙ্ক বা দোকানদার? এইভাবে নিন ব্যবস্থা

গুরদমে কোথায় থাকবেন? (Where to stay in Hill Village Gurdum?)

নানান রকমের ব্যবস্থা আছে গুরদুমে (Gurdum)। তাঁবু ও হোমস্টে উভয়েরই ব্যবস্থা আছে সেখানে। তাঁবুতে থাকলে এক অন্যই রোমাঞ্চকর অনুভূতি উপভোগ করার সুযোগ পাওয়া যাবে। এছাড়াও একটু খোঁজ নিলেই পাওয়া যাবে ব্যাকপ্যাকার্স ক্যাম্পও।

Gurdum Village

গুরদুমে খাওয়া-দাওয়ায় খরচ কত পড়বে? (How much expenses amount could be in Hill village Gurdum?)

গুরদুমে গেলে রাত থাকার জন্য ও খাওয়া-দাওয়ার পিছনে খুব একটা বেশি খরচ হবে না। থাকা ও খাওয়া সবমিলিয়ে মাথাপিছু খরচের পরিমাণ খুব জোর ১৫০০ টাকা হতে পারে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles