অর্থনীতি

প্যান কার্ডে ছোট্ট একটি ভুল থাকলে ১০ হাজার টাকা জরিমানা, সকলের জানা দরকার

প্যান কার্ড ব্যবহার করার ক্ষেত্রে মানতে হবে বিশেষ নিয়মকানুন।

Advertisement
Advertisement

যে কোনো অর্থনৈতিক কাজকর্ম করার ক্ষেত্রে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়কর প্রদানের সময় ও প্যান কার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এছাড়া ব্যাঙ্কের কাজেও লাগে এই প্যান কার্ড। তবে জানেন কি? এই প্যান কার্ড নির্ভুল হওয়া বাঞ্চনীয়। এর সাথেই প্যান কার্ড ব্যবহার করার ক্ষেত্রে মানতে হবে বিশেষ নিয়মকানুন। আয়কর দফতর জানাচ্ছে, একজন ব্যক্তির কাছে যদি দুটি প্যান কার্ড থাকে। তবে সেটি অপরাধের আওতায় পড়ে। এর কারণ একজন করদাতা কখনই দুটি প্যান কার্ড ব্যবহার করতে পারেন না।

আয়কর আইনের ২৭২ বি ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি দুটি প্যান কার্ড রাখলে তার শাস্তি হবে ১০ হাজার টাকা। এছাড়া কোনও দুজন ব্যক্তি একই প্যান নম্বর সমেত প্যান কার্ড ব্যবহার করতে পারেন না। এক্ষেত্রে কোনও ব্যক্তির কাছে দুটি প্যান কার্ড থাকলে দ্রুত একটি কার্ড জমা দিতে হবে। এই প্যান কার্ড ফের্প্ট দেবার ফর্ম আছে একটি। অনলাইন বা অফলাইন দুই ক্ষেত্রে ফর্ম সাবমিট করা যায়।

অনলাইনে এই ফর্ম প্রথমে ডাউনলোড করে নিতে হবে। “Request For New PAN Card Or/ And Changes Or Correction in PAN Data” এই অপশনে ক্লিক করলেই ফর্ম মিলবে। এরপর তা পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। অথবা এনএসডিএলের অফিসে গিয়ে জমা দেওয়া যেতে পারে। অনেক সময় অনলাইনে প্যান কার্ডের আবেদন করা হলে তা তৈরি হতে অনেক সময় লেগে যায়। তখন আবেদনকারী নতুন করে আবার প্যান কার্ডের জন্য আবেদন করে দেন। এর ফলে তার হাতে একই সময়ে দুটি প্যান কার্ড চলে আসতে পারে। তখন সময় নষ্ট না করে একটি প্যান কার্ড জমা করে দিতে হবে অবশ্যই।

Related Articles