অর্থনীতি

এই পদ্ধতিতে বুকিং করলে সস্তায় পাবেন রান্নার গ্যাস, মিলবে ক্যাশব্যাক

এই পদ্ধতিতে গ্যাস বুক করলে গ্রাহকরা গ্যাসের মোট দামের ওপর ৫০ টাকা নিশ্চিত ক্যাশব্যাক পাবেন।

Advertisement
Advertisement

বর্তমানে নিত্যদিনের জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে। তার সাথেই বাড়ছে জ্বালানির খরচও। গত কয়েকমাস ধরে বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। তবে এই রান্নার গ্যাস আপনি সস্তায় বুকিং করতে পারবেন। শুনে অবাক লাগছে তো? রান্নার গ্যাস সস্তায় বুক করার সহজ পদ্ধতি নিচে দেওয়া হল।

Indane গ্যাস কোম্পানি টুইটের মাধ্যমে সস্তায় গ্যাস বুকিং করার পদ্ধতি জানিয়েছে। এই পদ্ধতিতে গ্যাস বুক করলে গ্রাহকরা গ্যাসের মোট দামের ওপর ৫০ টাকা নিশ্চিত ক্যাশব্যাক পাবেন। এবার থেকে গ্রাহকরা অ্যামাজন পে -এর মাধ্যমে অনলাইনে এলপিজি সিলিন্ডার বুক করলে ৫০ টাকার ক্যাশব্যাক অফারটি পাবেন। কিভাবে এই পদ্ধতিতে বুকিং করবেন, আসুন জেনে নিই –

প্রথমত, অ্যামাজন পে অ্যাপটি খুলে আপনাকে পেমেন্ট অপশনে যেতে হবে। সেখানে গিয়ে নিজের গ্যাস সার্ভিস প্রোভাইডারের নাম দিতে হবে। এরপর এলপিজি সিলিন্ডার বুক করার জন্য রেজিস্টার করা মোবাইল নাম্বার ও এলপিজি নাম্বার নথিভুক্ত করতে হবে। গ্যাস বুক হয়ে যাবে। এরপর পেমেন্ট করার জন্য অ্যামাজন পে ব্যবহার করতে হবে। আর এরপরেই আপনি ৫০ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। আপনার কিছু টাকা সস্তা হবে।

তবে এই সুবিধার একটি শর্ত রয়েছে। Indane কোম্পানি টুইটের মাধ্যমে জানিয়েছে, একজন গ্রাহক একবারই পাবেন এই অফার। আর সেটা তার অ্যামাজন পে অ্যাপে ফাস্ট ট্রানজাকশন হতে হবে। অ্যামাজন পে ছাড়া অন্য কোন অ্যাপ থেকে গ্যাস বুক করলে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।

Related Articles