অর্থনীতিনিউজ

Savings Account Interest Rate: সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বাড়বে সুদের পরিমান, নয়া পদক্ষেপ নিল আরবিআই

রেপো রেট বৃদ্ধিতে পেলেও বৃদ্ধি পায়নি সেভিংসের সুদের হার

Advertisement
Advertisement

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আগেই রেপো রেট বৃদ্ধি করেছিল। ব্যাংক গুলিকে সুদের হার বাড়ানোর পরামর্শ দিয়েছিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। তবে দেশের ব্যাংগুলি তা এখনো কার্যকর করেনি। অবশ্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, খুবই শীঘ্রই ব্যাংগুলি সুদের হার বাড়াবে। যদিও ফিক্সড ডিপোজিট কিংবা ইএমআই এর ক্ষেত্রে আগেই সুদের হার (Savings Account Interest Rate) বাড়িয়েছে ব্যাংগুলি। তবে সেভিংসের ক্ষেত্রে সুদের পরিমান এখনো সীমিত।

রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী সেভিংসের ক্ষেত্রে সুদের পরিমান বৃদ্ধি পেলে উপকৃত হবে সাধারণ মানুষ। মানুষ সেভিংস অ্যাকাউন্টে যে পরিমান টাকা সঞ্চয় করে রাখেন, তাতে সুদ বাড়লে টাকা বৃদ্ধি পাবে। যদিও এই নিয়ম আদেও কবে কার্যকর হবে তা স্পষ্ট নয়। কারণ সেভিংসে সুদের (Savings Account Interest Rate) পরিমান বৃদ্ধি করলে ব্যাংকের আয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও অনেকের ধারণা।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গত বছরের মে মাস থেকে শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি (Savings Account Interest Rate) করেছে। মূল্যবৃদ্ধির রাশ কমাতেই এই রেপো রেট বৃদ্ধি করা হয়েছে। রেপো রেট বৃদ্ধির বা হ্রাসের সাথে সাথে ঋণ বা ফিক্সড ডিপোজিটের সুদের হার ওঠা নামা করে।

এবারেও রেপো রেট বৃদ্ধিতে ঋণ ও ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার (Savings Account Interest Rate) বেড়েছে। তবে সেভিংসের ক্ষেত্রে এই সুদের হার একই রয়েছে। মোটামুটি বিভিন্ন ব্যাংক সেভিংসের উপর ২.৭০ শতাংশ থেকে ৪.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। গত বছরের মে মাস থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে পরিমান রেপো রেট বৃদ্ধি করেছিল, তার সঙ্গে সংগতি রেখে বেশির ভাগ ক্ষেত্রে সুদ বাড়ানো হলেও, সঞ্চয়ের ক্ষেত্রে কোনো সুদ বাড়ানো হয়নি। বিভিন্ন ব্যাংকের তরফ থেকে জানা যাচ্ছে, আপাতত ভাবে সঞ্চয়ের উপর কোনো প্রকার সুদ বৃদ্ধির পরিকল্পনা নেই।

Related Articles