অর্থনীতি

এবার ATM কার্ড ছাড়াই তোলা যাবে টাকা, চালু হল নতুন পরিষেবা

গ্রাহকরা ডেবিট কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন বলে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে। কার্ডলেস ক্যাশ পরিষেবা চালু করেছে এই ব্যাঙ্ক।

Advertisement
Advertisement

করোনা সংক্রমণের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে আইসিআইসিআই ব্যাংক নিয়ে এসেছে এক বিশেষ অভিনব ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা ডেবিট কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন বলে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে। কার্ডলেস ক্যাশ পরিষেবা চালু করেছে এই ব্যাঙ্ক। কারণ এই করোনা সংক্রমণের পরিস্থিতিতে বারবার এটিএম-এ গিয়ে টাকা তোলা উচিত নয়, তাই এই পদ্ধতি আনছে আইসিআইসিআই ব্যাংক কর্তৃপক্ষ।

কার্ডলেস ক্যাশ পরিষেবা তাঁদের জন্য, যেসব গ্রাহকরা বর্তমান করোনা আবহে কার্ড ব্যবহার করতে চাইছেন না। এক্ষেত্রে তাঁদের জন্য ট্রানজাকশান লিমিট ২০ হাজার বলে জানা গিয়েছে। এর জন্য গ্রাহকরা ‘iMobile’ অপশনে টাকা তোলার আবেদন পাঠাতে পারেন। নিজের বাড়িতে বসে মোবাইলে ‘iMobile’ অপশনে ক্লিক করলেই ডেবিট কার্ড ছাড়াই টাকা তোলা সম্ভব।

এবার এই পরিষেবার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন-

সবার প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে ‘iMobile’ অ্যাপটি। এরপরে Services অপশনে গিয়ে ক্লিক করুন।
এবার আসবে ‘Cardless Cash withdrawal’অপশনটি। সেটিতে ক্লিক করুন।
আপনি এবার অ্যামাউন্ট বসান, ৪ ডিজিটের টেম্পরারি পিন দিন। অ্যাকাউন্ট নাম্বার দিন।
এরপর যে সব তথ্য আপনি দিলেন তা কনফার্ম করুন। তারপর ক্লিক করুন সাবমিট অপশনে।
এরপরে আপনার নথিভুক্ত করা নম্বরেএকটি সাকসেস লেখা মেসেজ আসবে। অর্থাৎ পরিষেবাটি আপনি পাবেন।

এছাড়াও আইসিআইসিআই ব্যাংকের এটিএমে গিয়ে মোবাইল নম্বর, টেম্পোরারি ৪ ডিজিটের কোড, ৬ ডিজিটের কোড, ও যেই পরিমান অর্থ তুলবেন সেই অর্থের পরিমাণ দিয়ে টাকা তুলতে পারেন। এই পুরো অর্থ কিন্তু একবারে তুলতে হবে।

Related Articles