Featured

Weather report: বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েকটি রাজ্যে! এ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? জানুন

আগামী কয়েক দিনে অনেক রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু বিদায় নেবে!

Advertisement
Advertisement

সারা দেশের আবহাওয়ার (Weather report) আবার ভোল বদল ঘটতে চলেছে। দেশের অনেক রাজ্য বিশেষ করে সমতল ভূমি থেকে এ বছরের মতো বর্ষা বিদায় নিয়ে শরতের আগমন হয়েছে। তবে এখনো রাজ্য সহ দেশের একাধিক অঞ্চলে বৃষ্টিপাত চলছে। বিশেষ করে দক্ষিণ ভারত ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পার্বত্য অঞ্চলে তুষারপাত শুরু হয়েছে।

ইতিমধ্যেই দেশের উত্তর-পশ্চিম দিকের রাজ্য তথা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকে এ বছরের মতো বর্ষার বিদায় ঘটেছে। আইএমডি সূত্রে খবর (Weather report), আগামী কয়েক দিনের মধ্যে রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র-র মতো রাজ্য গুলি থেকেও বর্ষা বিদায় নেবে। আজ দিল্লির আশেপাশের অঞ্চলে ও কয়েকটি রাজ্যে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলিতে দ্রুত তাপমাত্রা কমে শীত নামতে শুরু করবে।

আজ ও কাল দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের (Weather report) সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের একাধিক জেলা যেমন কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালের কিছু কিছু অঞ্চলে ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। আজ কেরালায় ভারী বৃষ্টিপাত হবে। আগামীকালও এই কেরালা সহ দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। অন্যদিকে এ রাজ্যের উত্তর দিকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খরব, আজ দক্ষিণ বঙ্গের (Weather report) বেশ কিছু জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। উত্তরবঙ্গের কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টিপাত হলেও, আগামী কাল থেকে এই সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে।

Related Articles