Advertisements

ছ’মাস বয়সে একি করল পুঁচকে ইউভান! একরত্তির কান্ড দেখে অবাক রাজ-শুভশ্রী

Advertisements

রাজ এবং শুভশ্রী ঘর আলো করে ১২ ই সেপ্টেম্বর জন্ম নেয় ছোট্ট ইউভান। জন্ম লগ্ন থেকেই প্রায় সেলিব্রিটি হয়ে গিয়েছে রাজশ্রী এর রাজপুত্র। তবে মা-বাবা এবং ভালোবাসার মানুষরা তাকে সিম্বা বলেই ডাকে। তাঁর জনপ্রিয়তায় এতটাই যে জন্মের কিছুক্ষণের মধ্যেই ইউভানের নামে খুলে যায় একাধিক ফ্যান পেজ। বললে খুব একটা ভুল হবেনা ইউভান এখন টলিপাড়ার অন্যতম খুদে সেলিব্রেটি।

মাত্র ছয় মাস বয়সেই ছোট্ট ছোট্ট পায়ে দাঁড়াতে শিখে গেছে ইউভান। খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠছে রাজ-শুভশ্রীর ছোট্ট সিম্বা। তবে সামনে বিধানসভা ভোট আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকের দলে নাম লিখিয়েছেন ইউভানের বাবা পরিচালক রাজ চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর কেন্দ্রের হয় লড়ছেন রাজ। আর সেখানেই নাওয়া খাওয়া ভুলে পরে রয়েছেন এক প্রকার। আর সেই কারণেই ছেলেকে বড় হতে সামনে দেখতে পারছেন না বাবা রাজ কারণ এই মুহূর্তে রাজ ভোটের ময়দানে ব্যস্ত।

কিছুদিন আগেই দাঁড়াতে শিখেছিল ইউ ওয়ান তবে এবার একেবারে হাত ছেড়ে সটান দাঁড়িয়ে পরল রাজ শুভশ্রীর পুত্র। মাত্র ৬ মাস বয়সেই কোনো কিছু অবলম্বন ছাড়াই দেওয়াল ঠেস দিয়ে নিজে নিজে দাড়িয়ে যাচ্ছে খুদে।

তবে বাবা রাজ এইসব সামনে দিয়ে দেখার থেকে থাকছেন বঞ্চিত। অজ্ঞতা ভিডিও কলেই ভরসা, ফোনের ছোট্ট স্কিনের মধ্যে দিয়েই ছেলেকে ধীরে ধীরে বেড়ে উঠতে দেখছেন তিনি। আর সেই সব ভিডিওই সকলের সামনে নিয়ে আসছেন রাজ, যা কয়েক মুহূর্তের মধ্যেই ম্যাজিকের মতন হয়ে যাচ্ছে ভাইরাল।

Related Articles