বিনোদন

সুশান্তের মৃত্যুর জের, একেবারে মুখ থুবড়ে পড়ল আলিয়া ভাটের ‘ সড়ক ২’

Advertisement
Advertisement

অবশেষে সামনে এল মহেশ ভাটের আসন্ন ছবি ‘সড়ক ২’- র ট্রেলার। সামনে আসতেই মুখ থুবড়ে পড়ল ‘সড়ক ২’। সুশান্ত সিং রাজপুত মৃত্যর পর থেকেই উঠেছিল স্বজনপোষণের অভিযোগ।সেই আঙ্গুল উঠেছিল পরিচালক মহেশ ভাট থেকে আলিয়া ভাট সবার দিকেই। একদিকে যেরকম সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’- র ট্রেলার মুক্তি পাওয়া মাত্রই বিশ্বের সবথেকে বেশি লাইকে রেকর্ড গড়েছিল। আর সেখানে ‘ সরক ২’ ট্রেলার মুক্তি পাওয়ার মাত্র ছ-ঘন্টার মধ্যেই ইউটিবের ইতিহাসে সবথেকে বেশি ডিসলাইকের রেকর্ড গড়ল ছবির ট্রেলার।

এতদিন পর্যন্ত ইউটিউবে দর্শকদের সবথেকে অপছন্দের ট্রেলার ছিল গোস্টবাস্টার্স। ১.১ মিলিয়ান ডিজলাইকের ট্রেলার ছিল এটি। আর এবার ‘ গোস্টবাস্টার্সকে’ও ছাপিয়ে গেল ‘ সড়ক ২’। মাত্র ৬ থেকে ৭ ঘন্টায় ‘সড়ক ২’ – র ট্রেলারে পড়ছে ১.৬ মিলিয়ান ডিজলাইক। নির্ধারিত দিনের চব্বিশ ঘন্টা পর সামনে এলেও শেষমেষ মুখ পুড়ল মহেশ ভাটের। শুরু থেকেই এই ছবি বয়কটের ডাক দিয়েছিলেন সুশান্ত ভক্তরা। সেইমতো ছবির ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই রোষের মুখে পড়ল ছবি। দর্শকরা ছবি আনলাইকের মাধ্যমে বুঝিয়ে দিল যে তারা কত বড় ফ্যান ছিল সুশান্ত সিং রাজপুতের।

বহু বছর পর ফের ছবি পরিচালনায় অংশ নিলেন পরিচালক মহেশ ভাট। প্রায় ২১ বছর পর কামব্যাক মহেশ ভাটের। কিন্তু তাতে কি দর্শকরা ছবিটির ট্রেলার দেখেই ছুড়ে ফেলে দিয়েছে। পছন্দ করেননি কেউ। আর সেটা বোঝা যাচ্ছে ইউটিউবে আনলাইকের সংখ্যা দেখেই। যদিও ‘সড়ক ২ ‘ ১৯৯১- র ‘ সড়ক’ ছবির সিক্যুয়াল। ‘ সড়ক’ ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন পূজা ভাট ও সঞ্জয় দত্ত। আর ‘সড়ক ২ ‘ চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রয় কাপুর ও আলিয়া ভাট। করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে সিনেমা হল তাই সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে আগামী ২৮ অগস্ট মুক্তি পেতে চলেছে পরিচালক মহেশ ভাটের এই ছবি। যদিও ট্রেলারের আনলাইকের সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে যে দর্শক খুব একটা পছন্দ করবে না এই সিনেমা ।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মেনে নিতে পারেনি অনেকেই। কিছুদিন আগেই অভিনেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তার নিথর দেহ। পুলিশের অনুমান ছিল আত্মহত্যা করেছেন অভিনেতা। কিন্তু তা মানতে নারাজ দর্শকরা। অনেকেই তুলেছিলেন স্বজনপোষণের অভিযোগ। আর তারই মাঝে সুশান্তকে নিয়ে আলিয়ার কফি উইথ করণের সেটে মন্তব্য, রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের ঘনিষ্ঠতার জেরে শুরু থেকেই ভাট পরিবারের উপর ক্ষুদ্ধ সুশান্ত ভক্তরা। তারপর এই ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নোপোটিজমের তকমাও। সব মিলিয়ে আন লাইকের বন্যা বইছে ছবিতে। পাঁচ ঘন্টাতেই এই ছবির ট্রেলারে ডিজলাইকের সংখ্যা ছিল ১০ লক্ষাধিক!

আপতত সড়ক টুয়ের ট্রেলারে লাইক সংখ্যা ১ লক্ষ ১১ হাজার। এই ছবির ট্রেলারে লাইকের চেয়ে ৯০% বেশি ডিজলাইক পড়েমাত্র পাঁচ ঘন্টাতেই। অন্যদিকে ‘ সড়ক ২- র’ ট্রেলার মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের তরফে দাবি করা হয় এই ছবি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছে। শুধু তাই নয় এই ছবিকে ‘নেপোটিজমের প্রোডাক্ট’ বলেও উল্লেখ করলেন ভিএইচপির মুখপাত্র বিজয় শঙ্কর তিওয়ারি। সব মিলিয়ে একেবারে মুখ থুবড়ে পড়েছে ‘সড়ক ২’।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles