আর সইতে পারলেন না, জন সমক্ষে হৃদয়ের কান্নায় ভেঙে পড়লেন শিল্পা শেট্টি, মুহূর্তে ভাইরাল ভিডিও

প্রথম পর্যায়ে করোনায় যখন একাধিক দেশের ভয়ঙ্কর পরিস্থিতি তখন ভারত কিছুটা হলেও সামলে নিয়ে ছিল কোভিড19। বছরের শেষের দিকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল মানুষেরা কিন্তু গতমাস থেকেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ আবার আতঙ্কের কারন হয়ে দাড়িয়েছে। ক্রমাগত জিনের বিবর্তনের মাধ্যমে ভাইরাসের রূপগুলি অনেক বেশী সংক্রামক হয়ে উঠেছে।
গতবছরের তুলনায় এই বছর আরো বেশী কঠিন চিত্র নজরে আসছে। একদিকে যেমন হাসপাতালে বেড, অক্সিজেন, চিকিৎসার অভাব পরিলক্ষিত হচ্ছে তেমনি দেখা গেছে শ্মশানে মৃতদেহ পোড়ানো জায়গা পর্যন্ত নেই। করোনা আবারও মহামারীর রূপ ধারণ করেছে।
আর এমন অবস্থায় প্রথম সারির যোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করছেন মানুষকে সুস্থ করার জন্য। এমন ভয়ংকর পরিস্থিতিতে তাদের ধন্যবাদ জানাতে একটি আবেগঘন ভিডিও প্রকাশ করেছেন শিল্পা শেট্টি। যারা এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের প্রাণের পরোয়া না করে অন্যদের জীবন বাঁচাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে বিএমসি কর্মী স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের এবং সমস্ত ফ্রন্টলাইন কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরো বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন যে কোনো সন্তানদের কিভাবে তাদের তাদের পিতা-মাতার মৃত্যু চোখের সামনে দেখতে হচ্ছে, করোনার কবলে পড়ে চলে যাচ্ছে তরতাজা প্রান অথচ শেষবারের মতোন প্রিয়জনকে দেখতেও পাচ্ছেন না পরিবারের লোকজন।
এরই পাশাপাশি ভিডিওতে খানা চাহিয়ে নামক তার একটি সংস্থার কথা বলেছেন যার উদ্দেশ্য অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া। এমন কঠিন পরিস্থিতি থেকে আমরা সকলে যাতে মুক্তি পায় এমন আশায় করেছেন।