Advertisements

‘জীবন অনিশ্চিত’, মন খারাপ ঋতুপর্ণার, হঠাৎ কি হল সকলের প্রিয় অভিনেত্রীর

Advertisements

বাংলা সিনেমা জগতের অত্যন্ত জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে প্রথমেই নাম আসে ঋতুপর্ণা সেনগুপ্তর। 2021 এ দাঁড়িয়েও সমান জনপ্রিয় তিনি অনেকে বলে পুরনো অভিনেতারা সময়ের সাথে হারিয়ে যায় কিন্তু ঋতুপর্ণা এই কথা ভুল প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে সময়ের সাথে নিজেকে আরো কিভাবে দক্ষ করে তুলতে হয়।

এরকম সফল মানুষদের বা বিলাসবহুল জীবনধারা দেখে আমরা ভাবি তাদের জীবনটা কতটা রঙিন কিন্তু সাধারন মানুষের মতোন তাদের জীবনেও অনেক ওঠা পড়া আসে। বিচ্ছেদ বিরহ সকল মানুষের জীবনের এক অংশ সে সেলিব্রেটি হোক বা আমজনতা।

আর নিজের সেই অজানা অব্যক্ত কিছু কাহিনী ভাষায় প্রকাশ করেছেন ঋতুপর্ণা। নদীর তীরে দাড়িয়ে স্মৃতির পাতায় ডুব দিয়ে নিজের জীবন সম্পর্কে উপলব্ধি সবার সাধে ভাগ করে নিলেন তিনি।

এক নদীর তীরে দাঁড়িয়ে নিজের বিষন্নতার একটি ছবি পোস্ট করেছেন তিনি। পরনে লাল পেড়ে সাদা শাড়ি। আর সেই ছবির বিবরণ এ লিখেছেন জীবন কত অনিশ্চিত যেন প্রত্যেক দিনের লড়াই। জীবন সমুদ্রের মতো বিশাল সেখানে প্রত্যেক ঢেউ পার করতে হয়। তিনি আরো বলেছেন যে জীবনে অনেক বাধা আসে কিন্তু আশা হারালে চলে না। যারা কষ্ট পাচ্ছে তাদের জন্য প্রার্থনা করেছেন তিনি। আর করোনার ভয়াবহ আচড়ে ঈশ্বর যাতে পৃথিবীকে রক্ষা করেন সেই কামনা করেছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি এখন ভয়াবহ আর এই সময়ে সকল নেটবাসীর জন্য ভালোবাসার বার্তা দিয়েছেন।

Related Articles