Advertisements

শরীরী কাম মেটাতেই বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট রেখা?

Advertisements

“ইন আখো কি মাস্তি মে মাস্তানি হাজারো হে ” বলিউডের এভারগ্রীন ডিভা রেখার এককালের জনপ্রিয় সিনেমা ওমরাওজান এর এই গানে রেখাকে দেখলে এখনো অব্দি মন্ত্রমুগ্ধ হয়ে যায় আট থেকে আশি সত্যিকারেরই তাঁর প্রেমিক এর অভাব নেই।

একসময় রেখা এবং অমিতাভের প্রেম ছিল বলিউডের হট কেক। একে অপরের প্রেমে মশগুল ছিলেন অমিতাভ এবং রেখা। এমনকি রেখার জন্য নিজের পরিবার পর্যন্ত ছাড়তে বসেছিলেন অমিতাভ ।সম্পর্ক টেকেনি তা সত্যি তবে এখনো পর্যন্ত অমিতাভ কে নিজের মনের মধ্যে রেখেছেন এভারগ্রীন সুন্দরী।

বারে বারে বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছেন বলিউডের ওমরাওজান। সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল এ অতিথি হয়ে এসেছিলেন রেখা আর সেখানে তিনি খোলসা করে বললেন নিজের মনের কথা। শোয়ের সঞ্চালক জয় ভানুশালি রেখা এবং শো এর জার্জ নেহাকে প্রশ্ন করেন, যে তারা কোন নারীকে বিবাহিত পুরুষের প্রতি আসক্ত হতে দেখেছেন কিনা, প্রশ্ন শেষ হওয়ার আগেই রেখা উত্তর দিয়ে বসেন ‘আপনি আমাকেই বলুন না’। রেখার উত্তর শুনে রীতিমত তাজ্জব হয়ে যান জয় এবং বিচারকের আসনে থাকা নেহা বিশাল দাদলানী সকলেই।

রেখা চিরকালই গোপনিয়তা রক্ষা করে থাকেন নিজের, ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা জনসমক্ষে আসেন না নায়িকা। রেখা যেন সকলের কাছে একটা রহস্য। তবে তার প্রেম জীবন নিয়ে চিরকালই তিনি থেকেছেন চর্চায়। একাধিক পুরুষের সাথে বারবার জড়িয়েছেন সম্পর্কে কখনো সিনেমার জগতের মানুষ আবার কখনো শিল্পপতি। রেখার জীবনে একাধিকবার এসেছে বসন্ত, তবে বারবার কেনো বিবাহিত পুরুষের দিকেই আকৃষ্ট হয়েছেন সুন্দরী রেখা! অনেকের মতে তা কেবল যৌনতার জন্য। তবে রেখার ম্যাজিক যে এখনো অমলিন তা বলার অপেক্ষা রাখে না। তিনি এখনও নিজের সৌন্দর্য্যে টক্কর দিতে পারেন অষ্টাদশী কে।

Related Articles