Advertisements

বহু কষ্টে নিজের গোপন দুর্বলতার কথা ফাঁস করলেন সকলের প্রিয় ‘দিদি নং ১’-এর রচনা ব্যানার্জি

Advertisements

রচনা বন্দোপাধ্যায় টলিউডের এক অতি পরিচিত নাম। তিনি বাংলা চলচ্চিত্রে একের পর এক সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের, বাংলার পাশাপাশি একাধিক ভাষায় কাজ করেছেন এই অভিনেত্রী। এক সময় তিনি অভিনয় করেছেন প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অমিতাভ বচ্চনের মত অভিনেতার সাথেও। বয়স ৪৬ এর কোঠায় হওয়ার পরেও গ্ল্যামারে এতটুকু চিড় ধরেনি এই নায়িকার, বরং বয়সের সাথে সাথে আরো খানিকটা গ্ল্যামার বেড়ে গেছে এই অভিনেত্রীর।

কিছুদিন আগেই নিজের ৪৬ বছরের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন অভিনেত্রী। একসময় টলিউড কাপিয়ে বেড়ালেও এখন অবশ্য সিনেমা জগৎ থেকে কিছুটা অবসর নিয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। অভিনেত্রী ছেলে হওয়ার পর থেকেই তিনি ধীরে ধীরে সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন, কারণ নিজের ছেলের সাথে পুরো সময়টা কাটাতে চান বলে জানান তিনি। সিনেমা জগৎ থেকে সরে গেলেও এতোটুকু জনপ্রিয়তা কমেনি এই অভিনেত্রীর, তার কারণ বাংলা টেলিভিশন জগতের অন্যতম রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনা করেন রচনা, টানা ১০ বছর ধরে তিনি শো টিতে সঞ্চালনা করছেন। আর সেই কারণেই প্রত্যেকটি ঘরে ঘরে তিনি হয়ে উঠেছেন দিদি নাম্বার ওয়ান। বিশেষ করে মহিলাদের মধ্যে রচনার ফ্যান ফলোইং অন্য স্তরে।

কাজ ও পরিবারের পাশাপাশি রচনা বেশ একটিভ থাকেন সোশ্যাল মিডিয়ায়, নিজের ভালোলাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করে নেন নিজের অনুরাগীদের সাথে। নিজেকে স্লিম ট্রিম রাখতে অনেক কসরত করেন রচনা বন্দ্যোপাধ্যায়। নিজের খাওয়া-দাওয়া তেও বেশ কন্ট্রোল অভিনেত্রীর। তবে রচনার জীবনে একটাই কমজোরি আর সেটি এবার তিনি জানালেন নিজের ফ্যানদের।

আসলে রচনা বন্দ্যোপাধ্যায় প্রচন্ডভাবে সুইট টুথ। সারাদিন তিনি কঠোর ডায়েটিং এর মধ্যে থাকলেও, মিষ্টি দেখলে একেবারেই নিজেকে সামলাতে পারেন না নায়িকা। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে দাঁড়িয়েও রচনা বলেছিলেন তিনি নিজের স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন করোলা এবং লাউয়ের জুস খান, তবে মিষ্টি দেখলে নিজেকে আর থামিয়ে রাখতে পারেন না তিনি। আর এবার নিজের সেই দুর্বলতার কথাই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এক প্লেট মিষ্টির ছবি দিয়ে জানালেন অভিনেত্রী।

Related Articles