রানাঘাটের লতা রানু মন্ডলের গলায় অসাধারন মঙ্গলদীপ জ্বেলে গান, ফের ভাইরাল ভিডিও

এরাজ্যে রানাঘাট রেলওয়ে স্টেশনে গান গেয়ে চলতো রানু মন্ডল এর জীবন। জীবনের প্রায় 58 টা বসন্ত পেরিয়ে গিয়েছে তার কিন্তু কখনো তার প্রতিভা স্থান পায়নি কোথাও। তার সুপ্ত প্রতিভা রানাঘাটের স্টেশনেই সীমাবদ্ধ থেকে যেত যদি না সোশ্যাল মিডিয়া থাকতো। একদিন একজন তার গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আর তারপরেই হু হু করে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এরপরের কাহিনী থেকে সবার জানা রেলওয়ে স্টেশন থেকে স্বপ্ন সফরের যাত্রা। হ্যা ছেড়া কাথায় শুয়েই প্রতিভা দিয়েই স্বপ্ন পূরন করেন তিনি।
এই ঘটনার প্রায় দেড় বছর পেরিয়ে গেছে। এখন রানু মন্ডলের নাম সকলেই চেনেন। তবে কতটা ভালোবাসেন তা নিয়ে প্রশ্ন রয়ে যায়। কারন বলিউডে হিমেশ রেশমিয়ার সাথে গান করার পরই তার আচরন খারাপ হতে থাকে। তাইতো একদিন যে রানু মন্ডলকে সবাই ভালোবেসে আপন করে নিয়েছিল তাকেই সবাই অপছন্দ করতে শুরু করেন।
সম্প্রতি কিছুদিন আগের ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবরে জানা গিয়েছিল রানু মন্ডল এর দিন কাটছে সেই আগের মতই। অভাব অনটন আবার মাথাচারা দিয়ে উঠেছে। তবে শিল্পী মানুষদের অভাবের মধ্যেও শিল্পীসত্ত্বার বহিঃপ্রকাশ ঘটে। সেরকমই আবার গান করে সকলের মন জয় করে নিলেন তিনি।
সম্প্রতি ফের একবার ভাইরাল রানু মন্ডলের পুরোনো একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে রানু মন্ডল মঙ্গলদীপ জ্বেলে গানটি অসম্ভব সুন্দর দক্ষতাই গেয়ে চলেছেন। তার আত্মঅহংকার খারাপলাগা তৈরী করলেও তার গলার সুর যে সত্যি মুগ্ধ করে দেয়, সব খারাপলাগা দূরে সরিয়ে নতুন করে নেটিজেনদের মোহিত করে দেয় এ কথা স্বীকার করে নিতেই হয়।