বিনোদন

সন্ত্রাসবাদীদের তালিকায় শহীদ ক্ষুদিরাম বসুর ছবি, প্রতিবাদের ঝড়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

সন্ত্রাসবাদীদের তালিকায় রয়েছে দেশের কনিষ্ঠতম বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি।

Advertisement
Advertisement

বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি কিনা দেখা গেল থানার সন্ত্রাসবাদীদের তালিকায়। জি-ফাইভের ওয়েব সিরিজ ‘অভয় টু’-র এই দৃশ্যের ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া। সমালোচনার মুখে পড়ে জনপ্রিয় সিরিজ এবং ওটিটি প্ল্যাটফর্মটি। ছবির একটি দৃশ্যে দেখা যাচ্ছে যেখানে থানায় বসে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ অফিসার অভয় প্রতাপ সিং ওরফে কুণাল খেমু । কিন্তু পাশের অপরাধীদের টাঙানো ছবির তালিকায় চোখ যেতেই চক্ষু চড়কগাছ। সন্ত্রাসবাদীদের তালিকায় রয়েছে দেশের কনিষ্ঠতম বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি।

সৈয়দ নাজিয়া হাসান নামে এক প্রোফাইলে ‘অভয় টু’-র একটি দৃশ্যের ছবি টুইট করা হয়েছে। ট্যুইট করে তিনি লিখেছেন, “বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু জি-ফাইভের ওয়েব সিরিজ ‘অভয় টু’-তে পলাতক অপরাধীর তালিকায়। (যদিও সিবিএসই কিংবা আইসিএসই-র পড়ুয়ারা চিনতে পারবেন না।) তবে এখানে যদি আন্নাদুরাই, এমজি রামচন্দ্রণ কিংবা এনটি রামা রাওয়ের ছবি থাকত তাহলে দাক্ষিণাত্য কতটা ক্ষোভে ফেটে পড়ত বলুন তো!”

যদিও এবিষয়ে এখনও পর্যন্ত পরিচালক কিংবা মুখ্য চরিত্র কুণাল খেমুর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটদুনিয়া। টুইটারে #BanZee5 হ্যাশ ট্যাগ দিয়ে একের পর এক পোস্ট চলছে।

Related Articles